আসন্ন লোকসভা ভোটে লড়ছেন না বহুজন সমাজ পার্টির সভাপতি মায়াবতী
Web Deask, ABP Ananda | 20 Mar 2019 06:21 PM (IST)
লখনউ: আসন্ন লোকসভা ভোটে লড়ছেন না, তবে উপ নির্বাচনে লড়তে পারেন তিনি। বুধবার এই ঘোষণা করলেন বহুজন সমাজ পার্টির সভাপতি মায়াবতী। বর্তমান পরিস্থিতি, দেশের প্রয়োজনীয়তা, দলের স্বার্থ, ও জনগনের দৃষ্টিভঙ্গি বিবেচনা করে তিনি লোকসভা ভোটে দাঁড়াচ্ছেম না, এমনটাই জানান মায়াবতী। তবে সংসদে প্রবেশের ক্ষেত্রে এটা কোনও সমস্যাই নয় বলে জানিয়েছেন তিনি। ‘যদি এমন হয় যে আমাকে পরে লোকসভার নির্বাচনে লড়তে হতে হবে, আমি কোনো আসন খালি করে সেখান থেকে লড়ে সাংসদ হতে পারব, এতে আমার কোনোও সমস্যা হবেনা।’ কেবল নির্বাচনের প্রার্থী হওয়াই যথেষ্ট, বাকি কাজ তার দলীয় কর্মীরাই করে দেবেন, এমনটাই জানান মায়াবতী। বিএসপি প্রধান বলেন, মায়াবতী যদি লোকসভা ভোটে অংশ নেন তবে দলীয় কর্মীরা প্রচারে পদের থেকে বেশী মায়াবতীর প্রচারে গুরুত্ব দেবে, ফলে প্রভাব পড়বে আসনে। মায়াবতী বলেন, তাঁর ব্যক্তিগত জয়ের থেকে লোকসভা ভোটের আসন অনেক গুরুত্বপূর্ণ। এপ্রিল-মে-র লোকসভা ভোটে উত্তর প্রদেশে বিএসপি, সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোক দল জোট করেছে।কংগ্রেস সরাসরি ভাবে এই জোটে না থাকলেও আমেথি ও রায়বরেলিতে প্রার্থী দিচ্ছেনা বিএসপি, সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোক দল জোট। এই দুই আসনে লড়বে কংগ্রেসের প্রার্থী।পরিবর্তে উত্তরপ্রদেশের ৭টি আসন বিএসপি, সমাজ পার্টি ও রাষ্ট্রীয় লোক দল জোটকে ছেড়ে দেবে কংগ্রেস।