নয়াদিল্লি: আগামী নির্বাচনে বহুজন সমাজ পার্টি এককভাবে লড়াই করতে পারে। আজ এমনই ইঙ্গিত দিলেন মায়াবতী। লখনউয়ে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘আমরা সম্মানজনক আসন পেলে তবেই আগামী নির্বাচনে কোনও দলের সঙ্গে জোট করব। না হলে বসপা একাই লড়াই করবে। কংগ্রেস ও বিজেপি-র নীতি এক। দু’দলের সঙ্গেই দূরত্ব বজায় রাখবে বসপা।’
বিজেপি-কে আক্রমণ করে বসপা সুপ্রিমো বলেছেন, ‘রাজ্যে ও কেন্দ্রে শাসক দল বিজেপি নিজেদের ব্যর্থতা থেকে দৃষ্টি সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেনি। এখন রাজনৈতিক স্বার্থে ওরা অটলজির মৃত্যুকে ব্যবহার করছে।’
সম্প্রতি মায়াবতীকে ‘বুয়াজি’ বলেছেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর। তবে তাঁর সঙ্গে কোনও যোগ থাকার কথা অস্বীকার করে বসপা নেত্রী বলেছেন, ‘এই ধরনের লোকের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার শুধু সাধারণ মানুষ, দলিত, আদিবাসী ও পিছিয়ে থাকা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগ আছে।’
সম্মানজনক আসন না পেলে নির্বাচনে বসপা একা লড়বে, জানিয়ে দিলেন মায়াবতী
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2018 05:05 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -