আগরতলা ও কলকাতা: ত্রিপুরার আগরতলায় এনসিসি থানায় গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।  তৃণমূল সূত্রে খবর, তাঁকে প্রথমে খোয়াই থানায় হাজির হতে বলা হয়েছিল। পরে খোয়াই থানা থেকেই জানানো হয়, আগরতলায় এনসিসি থানায় হাজির হওয়ার জন্য। সেই থানায় গিয়েই অসুস্থ হয়ে পড়েন কুণাল ঘোষ। এরপর তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।


ত্রিপুরায় দলের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতারির প্রতিবাদে গত ৮ অগাস্ট খোয়াই থানায় ধর্না দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গেই ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, কুণাল ঘোষরা। গ্রেফতারির প্রসঙ্গ তুলে পুলিশের সঙ্গে তরজায় জড়ান কুণাল ঘোষ, দোলা সেনরাও।সূত্রের খবর, সেদিনের ঘটনার প্রেক্ষিতেই কুণাল ঘোষকে নোটিস পাঠায় খোয়াই থানা।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফর ঘিরে বিপ্লব দেবের পুলিশের সঙ্গে তৃণমূলের টানাপোড়েন তুঙ্গে উঠেছে।এই পরিস্থিতিতে বুধবার ফের আগরতলা যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যদিও তাঁর কর্মসূচীর ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েও অনুমতি মিলল না। 


কিন্তু এই টানাপোড়ের মধ্যেই কয়েকদিন আগে  তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নোটিস পাঠিয়েছিল ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। সূত্রের খবর, ১০ দিনের মধ্যে তাঁকে থানায় হাজিরা দিতে বলা হয়েছিল।  বিজেপিশাসিত ত্রিপুরায় দলের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতারির প্রতিবাদে গত ৮ অগাস্ট, খোয়াই থানায় ধর্না দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তাঁর সঙ্গেই ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, কুণাল ঘোষরা। থানায় বসেই কর্তব্যরত পুলিশ অফিসারের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়।


গ্রেফতারির প্রসঙ্গ তুলে পুলিশের সঙ্গে তরজায় জড়ান কুণাল ঘোষ, দোলা সেনরাও। সূত্রের খবর, সেদিনের ঘটনার প্রেক্ষিতেই কুণাল ঘোষকে নোটিস পাঠিয়েছিল খোয়াই থানা। যা নিয়ে তুঙ্গে উঠেছে তরজা। 


নোটিশ পাওয়ার পর কুণাল বলেছিলেন, ১০ দিনের মধ্যে পৌঁছে যাব। আইও-কে অনুরোধ করব জিজ্ঞসাবাদ পুরোদস্তুর ভিডিও রেকর্ডিং করতে হবে। ত্রিপুরা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশ চার্জশিট দিতে পারবে না, হয়রানি করার চেষ্টা করছে।


এর পাল্টা বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেছিলেন, আইন আইনের পথে চলবে, পুলিশ নোটিস দিতেই পারে।