ঋত্বিক প্রধান,  পূর্ব মেদিনীপুর: ভগবানপুরে ত্রাণ নিয়ে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল একজনের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে ভগবানপুর ২ নম্বর ব্লক থেকে ত্রাণসামগ্রী নিয়ে কয়েকজন জলে ডুবে থাকা গ্রামের ওপর দিয়ে নৌকায় ইটাবেড়িয়া যাচ্ছিলেন। সেই সময় আচমকা বিদ্যুতের তার স্পর্শ করে স্পর্শ করে নৌকায় রাখা বাঁশ।  তার জেরে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একজনের। 


তবে আর একজন পড়ে যান নৌকা থেকে। তাঁর এখনও খোঁজ মেলেনি। এই ঘটনায় তিনজন আহত হন।  তাঁদের পূর্ব মেদিনীপুর জেলা হাসপতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কীভাবে বিদ্যুতের তার খুলে এত বড় দুর্ঘটনা ঘটল, আত নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনায় বিদ্যুত্‍ বণ্টন নিগমের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এনডিআরএফ এর টিম উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। ভূপতি নগর থানা এলাকার ঘটনা। 


আরও পড়ুন, ঘূর্ণার্বত বদলে গেল নিম্নচাপে! ফের ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়


ত্রাণের নৌকায় বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুর্ঘটনায় মৃত ১, নিখোঁজ ১, আহত ৩ জন। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নৌকায় ছিলেন ইটা বেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিতা মন্ডল সহ তৃণমূলের বেশ কয়েকজন কর্মী ও পঞ্চায়েত কর্মীরা। মৃতদের নাম প্রদীপ মাইতি ও সৌরভ মন্ডল। সৌরভ মন্ডলের দেহ উদ্ধার হয়েছে। প্রদীপ মাইতি এখনো নিখোঁজ রয়েছে।এন ডি আর এফ দেহ উদ্ধার এর পাশাপাশি নিখোঁজ ব্যক্তির সন্ধান চালাচ্ছে।


আরও পড়ুন, দেখে নিন আজ কোন কোন ট্রেন বাতিল, কোনটার সময়-বদল?


এদিকে,  বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই।  আগামী শনিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা।  এর জেরে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।  এরই মধ্যে রাতভোর বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় শহরের বেশ কিছু জায়গায় এখনও জল নামেনি।