নয়াদিল্লি: করোনা প্রতিরোধের জন্য অনেকেই চেয়ে রয়েছেন দেশ-বিদেশের বিভিন্ন গবেষণার কাজে যুক্ত বিশেষজ্ঞ ও চিকিৎসকদের দিকে। কবে তাঁরা মারণ ভাইরাস রুখে দেওয়ার দিশা খুঁজে পান, কবে করোনার টিকা আবিষ্কৃত হয়, সেই আশায়।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়ে দিল, অন্তত এক বছরের আগে করোনার টিকা আবিষ্কারের কোনও সম্ভাবনা নেই। রাতারাতি কিছুর প্রত্যাশা না করাই ভাল।

মঙ্গলবার জেনিভায় হু-র মুখপাত্র চিকিৎসক মার্গারেট হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘অন্তত ১২ মাস বা তারও বেশি সময় লাগতে পারে। তার আগে করোনার টিকা আবিষ্কারের আশা না করাই ভাল।’

তবে মঙ্গলবার আশার কথাও শুনিয়েছে হু। ইতালি ও স্পেনের মতো ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে বলে জানিয়েছেন হ্যারিস। তবে ব্রিটেন ও তুরস্কের মতো দেশে এখনও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।

জেনিভায় হু-র মুখপাত্র বলেছেন, ‘গোটা বিশ্বে মোট করোনা সংক্রমণের ৯০ শতাংশই ইউরোপ ও আমেরিকার।’ পাশাপাশি লকডাউনে কোনও ছাড় দেওয়ার আগে ছটি পদক্ষেপ করার ব্যাপারে সব দেশের জন্য একটি নির্দেশিকা জারি করা হবে বলেও হু-র তরফে জানানো হয়েছে।

হু-র বার্ষিক তহবিলের মোট ১৫ শতাংশ অনুদানই দেয় আমেরিকা। আর করোনা অতিমারীতে সবচেয়ে বেশি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত এখন মার্কিন মুলুকই। সম্প্রতি করোনা প্রতিরোধে হু-র পদক্ষেপের সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও হু-র অধিকর্তারা আশাবাদী যে, এর কোনও প্রভাব তাদের অনুদানের ওপর পড়বে না।