আইজল: নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মিজোরামে কংগ্রেসকে মাত দিয়ে রাজ্য দখল করল মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ। পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন জোরামথাঙ্গা।
উত্তর পূর্বাঞ্চলের সর্বত্র পদ্ম ফুটলেও মিজোরাম ১০ বছর ধরে ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। কিন্তু এবারের বিধানসভা ভোটে অন্যত্র দুর্দান্ত ফল করলেও মিজোরাম ‘হাত’ছাড়া হল কংগ্রেসের। মঙ্গলবার ফলপ্রকাশ হতেই দেখা গেল, ৪০-আসন বিশিষ্ট উত্তর-পূর্বের এই রাজ্যে একাই ২৬টি আসন দখল করেছে এমএনএফ।
এদিন বিকেলে দলনেতা নির্বাচন করে বৈঠকে বসেন এমএনএফ নেতারা। সেখানে সর্বসম্মতভাবে জোরামথাঙ্গাকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। উপ-নেতা নির্বাচিত হন তনলুইয়া।সচিব নির্বাচিত হয়েছেন লালরুয়াতকিমা। জানা গিয়েছে, সরকার গঠন করার দাবি করে এদিন সন্ধ্যায় রাজ্যপাল কে রাজশেখরণের কাছে যেতে পারেন জোরামথাঙ্গা।
এদিকে, পরাজয় স্বীকার করে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ করেছেন মুখ্যমন্ত্রী লাল থানহাওলা। দুটি আসনে লড়াই করেছিলেন লাল থানহাওলা। দুটিতেই হেরে গিয়েছেন তিনি। চামফাই দক্ষিণ আসনে তিনি তরুণ এমএনএফ নেতা টি জে লালনুনতুলুঙ্গার কাছে পরাজিত হন ১,০৪৯ ভোটে। অন্যদিকে, শেরছিপ আসনে জেডপিএম পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালডুহোমার কাছে ৪১০ ভোটে পরাজিত হন।
প্রসঙ্গত, মিজোরামের সবকটি আসনের ফল ঘোষণা হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) পেয়েছে ২৬টি। জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) পেয়েছে ৮টি। কংগ্রেস পেয়েছে ৫টি। বিজেপি-১টি।
মিজোরাম: ১০ বছর পর হারল কংগ্রেস, সরকার গঠন এমএনএফ-এর, মুখ্যমন্ত্রী হতে চলেছেন জোরামথাঙ্গা
ABP Ananda, Web Desk
Updated at:
11 Dec 2018 11:53 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -