নয়াদিল্লি: ভারতে জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রিতভাবে ব্যবহারের জন্য মডার্না ভ্যাকসিন অনুমোদন করা হয়েছে। এই প্রথম বিদেশের কোনও ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হল। কিছুদিনের মধ্যেই ভারতে চলে আসবে মডার্নার ভ্যাকসিন। মডার্নার হয়ে ভারতে টিকাকরণের বিষয়টি দেখবে মুম্বইয়ের সংস্থা সিপলা।


এ প্রসঙ্গে নীতি আয়োগের সদস্য ড. ভি কে পল জানিয়েছেন, ‘মডার্নার ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রথম কোনও আন্তর্জাতিক ভ্যাকসিন ভারতে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হল। তবে এই নতুন ভ্যাকসিন নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা হবে।’


কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পল। তিনি জানিয়েছেন, ভারতে যে টিকাকরণ চলছে, তাতে চতুর্থ ভ্যাকসিন হিসেবে যুক্ত হল মডার্না। তিনি আরও জানিয়েছেন, ‘ভারতে এখন চারটি ভ্যাকসিন অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিনগুলি হল কোভ্যাকসিন, কোভিশিল্ড, স্পুটনিক ভি ও মডার্না। আমরা শীঘ্রই ফাইজারের সঙ্গেও চুক্তি সেরে ফেলব।’


স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার বিকেল পর্যন্ত দেশে ৩৩ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ মাসে প্রতিদিন গড়ে ৪০ লক্ষেরও বেশি ডোজ দেওয়া হয়েছে। পুরুষদের ১৭.৪৮ কোটি ডোজ দেওয়া হয়েছে এবং মহিলাদের ১৪.৯৯ কোটি ডোজ দেওয়া হয়েছে।


সোমবারই মডার্নার হয়ে সিপলার পক্ষ থেকে করোনার ভ্যাকসিন আমদানি করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। ডিজিসিআই-এর পক্ষ থেকে ১৫ এপ্রিল ও ১ জুন নোটিস দিয়ে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যদি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোনও ওষুধ বা টিকা অনুমোদন করে, তাহলে ট্রায়াল ও সুরক্ষার বিষয়টি যাচাই না করেই প্রথম ১০০ জনকে সেই টিকা বা ওষুধ দেওয়ার বিষয়ে অনুমোদন দেওয়া যেতে পারে। এই নোটিসের ভিত্তিতেই মডার্নার ভ্যাকসিন আমদানি করার অনুমতি চেয়ে আবেদন জানায় সিপলা। 


এর আগে ভারতে ব্যবহারের জন্য ওষুধ নিয়ন্ত্রক সংস্থা  সিডিএসসিও-র অনুমোদন চেয়েছিল মডার্না। তখন অনুমোদন দেওয়া হয়নি। তবে এখন দেশে ভ্যাকসিনের অভাব দেখা দেওয়ায় এবং কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব দেশের সব নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়ায় মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হল।