নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর ৭৪-তম জন্মদিবসে ট্যুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া কংগ্রেস নেতা-নেত্রীরাও প্রয়াত প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন।



ভারতের ষষ্ঠ ও কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন রাজীব। তাঁর জন্ম হয় ১৯৪৪ সালের ২০ অগাস্ট। ১৯৮৪ সালে তাঁর মা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী হন রাজীব। ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুতে এলটিটিই জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।