নয়াদিল্লি: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় লকডাউনের পর কিছুদিন হল সাধারণ যাত্রীদের জন্য চালু হয়েছে দিল্লির মেট্রো রেল পরিষেবা। যাত্রীরা সব করোনাবিধি মেনে মুখে মাস্ক পরে মেট্রোয় যাতায়াত করছেন। এরইমধ্যে দিল্লি মেট্রো ট্রেনে চড়ে বসল একটি বাঁদর। মেট্রোর কামরায় ঘোরাফেরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। শনিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসার পরই ভাইরাল হয়ে যায়। বাঁদরটিকে হেলেদুলে মেট্রো কামরায় হেঁটে বেড়িয়ে এক যাত্রীর আসনের পাশে বসে থাকতে দেখা গিয়েছে ওই ভিডিওতে। এই ভিডিওতে এক যাত্রীর মুখে শোনা গিয়েছে দিল্লি মেট্রোর ব্লু লাইনে যমুনা ব্যাঙ্ক স্টেশনের নাম। বাঁদরটিকে এক যাত্রীর পাশের সিটে চুপচাপ বসে থাকতে দেখা গিয়েছে। আবার কখনও জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে দেখা গিয়েছে। এক যাত্রীকে বলতে শোনা যায়, ওকেও মাস্ক পরিয়ে দাও।বিকেল পৌনে পাঁচটা নাগাদ যমুনা ব্যাঙ্ক থেকে আইপি-গামী মেট্রো ট্রেনে বাঁদরটিকে দেখা গিয়েছিল। তারপর বাঁদরটি ট্রেন থেকে নিজে থেকেই নেমে চলে যায়। ওই সময় বিষয়টি ডিএমআরসি-র গোচরে আনা হয়। বাঁদরটি কোনও উপদ্রব করেনি। কোনও যাত্রীর কোনও ক্ষয়ক্ষতি করেনি। ট্রেন থেকে নেমে যাওয়ার পর বাঁদরটিকে আর মেট্রো চত্বরে দেখা যায়নি। ডিএমআরসি-র পক্ষ থেকে একথা জানানো হয়েছে।