কলকাতা: পশ্চিমবঙ্গে চালু হচ্ছে না নতুন মোটর ভেহিক্যালস আইন। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমাদের আধিকারিকরা মনে করছেন, এই আইন চালু করা হলে মানুষের উপর বোঝা বাড়বে। আমরা সেটা চাই না। সেই কারণে এই মোটর ভেহিক্যালস আইন চালু করতে পারব না।’

পশ্চিমবঙ্গ ছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরলে চালু করা হয়নি নতুন মোটর ভেহিক্যালস আইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাতেও নতুন মোটর ভেহিক্যালস আইন অনুযায়ী নির্ধারিত জরিমানার অঙ্ক ৫০ শতাংশ কমানো হয়েছে।



নতুন আইনের বিষয়ে কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী বলেছেন, ‘জরিমানার মাধ্যমে আর্থিক লাভ করা সরকারের লক্ষ্য নয়। জরিমানার চেয়ে প্রাণ বাঁচানো কি বেশি জরুরি নয়? যদি রাজ্য সরকারগুলির মনে হয় জরিমানার অঙ্ক কমানো উচিত, তাহলে তারা সেটা করুক। তবে মূল ভাবনা হল, দুর্ঘটনা ও মৃত্যুর হার কমাতে হবে। যদি কোনও রাজ্য জরিমানার অঙ্ক কমাতে চায়, তাহলে আমাদের আপত্তি নেই।’