মুম্বই: বছরের শেষবেলায় খুশির হাওয়া মুকেশ অম্বানির পরিবারে। ২০২০ সালেই অম্বানি পরিবারের নতুন প্রজন্ম জন্ম নিল। গোটা বাড়ি কার্যত ভাসছে আনন্দে। বৃহস্পতিবারই ছেলে হল ছেলে আকাশ ও পুত্রবধূ শ্লোকার। নাতিকে দেখে খুশি ধরে না মুকেশ ও নীতার।
সূত্রের খবর, ভাল আছেন মা ও ছেলে। সূত্রের খবর, মুকেশ জানিয়েছেন পুত্র সন্তানের আগমনে খুশি অম্বানি পরিবার শ্রী কৃষ্ণকে প্রণাম জানিয়েছেন। ২০১৯ সালের মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত আকাশ ও শ্লোকার বিয়ে হয়। আলোর রোশনাইয়ে সেজে ছিল আম্বানি প্রাসাদ অ্যান্টিলিয়া ৷
ঠাকুর্দা হলেন মুকেশ অম্বানি, ঘরে এল নতুন সদস্য, দেখে নিন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2020 03:10 PM (IST)
বৃহস্পতিবারই ছেলে হল ছেলে আকাশ ও পুত্রবধূ শ্লোকার। নাতিকে দেখে খুশি ধরে না মুকেশ ও নীতার।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -