মুম্বই: মুম্বইয়ের ইএসআইসি কামগর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জনের মৃত্যু হল। জখম অন্তত ১৪৭ জন। শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন ও জলের ১৫টি ট্যাঙ্কার ঘটনাস্থলে গিয়েছে। আটকে পড়া ব্যক্তিদের মইয়ের সাহায্যে উদ্ধার করা হয়েছে। জখম ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।



মুম্বইয়ের মেয়র ভি মহাদেশ্বর জানিয়েছেন, ‘আজ বিকেল ৪.১৫ মিনিট নাগাদ আন্ধেরি অঞ্চলের ওই আগুন লাগে। মহারাষ্ট্র শিল্প উন্নয়ন নিগম অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করে। এক্ষেত্রে সেই পরীক্ষা করা হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখা হবে।’

বৃহন্মুম্বই পুরসভার দমকল বিভাগের প্রধান পি এস রাহাঙ্গদালে জানিয়েছেন, ওই পাঁচতলা ভবনের উপরের দিকে আগুন ধরে যায়। গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায়। তৃতীয় তলেই আগুন নিভিয়ে দিতে সক্ষম হন দমকলকর্মীরা। সেখান থেকে চিকিৎসক, নার্স ও রোগীদের উদ্ধার করা হয়। কোনও রোগী বা তাঁদের আত্মীয়রা আটকে আছেন কি না, সেটা খুঁজে দেখা হচ্ছে।