মুম্বইয়ের মেয়র ভি মহাদেশ্বর জানিয়েছেন, ‘আজ বিকেল ৪.১৫ মিনিট নাগাদ আন্ধেরি অঞ্চলের ওই আগুন লাগে। মহারাষ্ট্র শিল্প উন্নয়ন নিগম অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরীক্ষা করে। এক্ষেত্রে সেই পরীক্ষা করা হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখা হবে।’
বৃহন্মুম্বই পুরসভার দমকল বিভাগের প্রধান পি এস রাহাঙ্গদালে জানিয়েছেন, ওই পাঁচতলা ভবনের উপরের দিকে আগুন ধরে যায়। গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যায়। তৃতীয় তলেই আগুন নিভিয়ে দিতে সক্ষম হন দমকলকর্মীরা। সেখান থেকে চিকিৎসক, নার্স ও রোগীদের উদ্ধার করা হয়। কোনও রোগী বা তাঁদের আত্মীয়রা আটকে আছেন কি না, সেটা খুঁজে দেখা হচ্ছে।