নয়াদিল্লি: রাফাল ইস্যুতে রাহুল গাঁধীর বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। সোমবার কংগ্রেস সভাপতির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগে নোটিস দিলেন তিন বিজেপি সাংসদ। রাহুল গত জুলাইয়ে রাফাল বিতর্কে নিজের ভাষণে মিথ্যা ছড়িয়েছেন, সভাকে বিভ্রান্ত করেছেন বলে অভিযোগ এনে নোটিস দিয়েছেন অনুরাগ ঠাকুর, নিশিকান্ত দুবে ও সঞ্জয় জয়সওয়াল। সংসদের বাদল অধিবেশনে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে রাহুলের ভাষণের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তাঁরা।
রাফাল ডিলে অনিয়ম, দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে পেশ হওয়া একাধিক পিটিশন গত সপ্তাহেই খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ফ্রান্স থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে সংশয়, সন্দেহের কোনও জায়গা নেই। এরপরই রাহুলের ওপর চাপ বাড়িয়েছে বিজেপি। যদিও রাফাল কেনায় দুর্নীতির অভিযোগ বহাল রেখে জেপিসি তদন্তের দাবিতে অনড় রাহুলও।
এই প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়ে তাঁকে উদ্ধৃত করে বিজেপি সাংসদরা বলেছেন, ইউপিএ সরকার ইউনিট পিছু ৫২০ কোটি টাকায় রাফাল কিনতে সম্মত হয়েছিল, কিন্তু বিজেপি-এনডিএ সরকার যখন চুক্তি স্বাক্ষর করে, সেই দাম কোন ‘জাদুবলে’ ১৬০০ কোটি টাকা হয়ে গেল! তাঁদের দাবি, এই বক্তব্য পুরোপুরি অসত্য। আমরা পরিষ্কার বলছি, রাহুল দামের যে তুলনা করেছেন, তা সম্পূর্ণ তাঁর কল্পনাপ্রসূত, ভুল, চরম মিথ্যা। সভাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন উনি।
আদালতের নির্দেশ উদ্ধৃত করে বিজেপি এমপি-রা জানান, সরকার মুখবন্ধ খামে শীর্ষ আদালতকে দামের তুলনামূলক চার্ট পেশ করেছে।
এবার সেই নোটিস গ্রহণ করা হবে কিনা, তা নির্ভর করছে স্পিকার সুমিত্রা মহাজনের ওপর। সেটি গ্রহণ না করলে তিনি পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়ে দিতে পারেন প্রিভিলেজ কমিটির কাছে।
এদিন অবশ্য কংগ্রেসও রাফাল ডিল নিয়ে লোকসভা, রাজ্যসভায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব দিয়েছে। তাদের দাবি, রাফাল ডিল ইস্যুতে কেন সুপ্রিম কোর্টকে ‘ভুল’ তথ্য দিয়েছে, সরকার ব্যাখ্যা করুক। এদিন জিরো আওয়ারে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন প্রিভিলেজ মোশনের প্রস্তাব পাওয়ার কথা জানিয়ে বিষয়টি ‘আমার বিবেচনায় রয়েছে’ বলে জানান। কংগ্রেস নেতা সুনীল জাখর জানান, রাফাল ডিল নিয়ে সাম্প্রতিক রায়ের ব্যাপারে সুপ্রিম কোর্ট, সংসদকে বিপথে চালিত করার অভিযোগে নোটিস দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে।
রবিবারই কংগ্রেস সুপ্রিম কোর্টকে আবেদন করে, রাফাল রায় ফিরিয়ে নিয়ে আদালত অবমাননার জন্য কেন্দ্রকে নোটিস দিক তারা। কেন্দ্র শীর্ষ আদালতে ভুল তথ্য দিয়েছে বলে অভিযোগ করে কংগ্রেস।
রাফাল ডিল: রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস ৩ বিজেপি এমপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
17 Dec 2018 07:30 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -