নয়াদিল্লি: মহারাষ্ট্রের আহমেদনগরের বাবাভাই পাঠান এমন একটা বিরাট কাজ করলেন যা গোটা দেশের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। এক হিন্দু মহিলার দুই মেয়েকে হিন্দু ধর্মের রীতিনীতি, আচার অনুষ্ঠান মেনে বিয়ে দিলেন তিনি। কয়েকটি সূত্রের দাবি, মেয়ে দুটি অনাথ হয়ে যাওয়ার পর তিনিই দত্তক নিয়েছিলেন। যদিও আরেকটি সূত্রে বলা হচ্ছে, ওরা অনাথ নয়, ওদের মা, আহমেদনগরের বাসিন্দা ভুসারে নামে মহিলা আপন রক্তের সম্পর্কের কোনও ভাই না থাকায় প্রতি বছর বাবাভাইকে রাখি পরান। রাখির বন্ধনে বাঁধা পড়েছে দুটি ভিন ধর্মের মানুষ। ভুসারে যেমন তাঁকে রাখি পরিয়ে ভাই করেছেন, তেমনই তাঁর মেয়ের বিয়ের সময় মামার দায়িত্ব পালন করলেন বাবাভাই।
কয়েকটি সূত্র বলা হচ্ছে, ভিনধর্মী ভাগ্নীদের বিয়ের খরচও তিনি বহন করেছেন, যাবতীয় অনুষ্ঠান হয়েছে হিন্দু রীতি-রেওয়াজ মেনে।
যখন ধর্ম, জাতপাতের নামে মানুষে মানুষে বিভেদ, বিভাজন ঘটছে, মানুষ মানুষের রক্ত ঝরাচ্ছে, তখন বাবাভাই-ভুসারে ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার দৃষ্টান্ত গড়লেন।