সারা বিশ্বে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে কী করলে করোনার গ্রাস থেকে বাঁচা যায়, তাই নিয়ে মানুষের জানার আগ্রহের শেষ নেই। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে নানারকম তথ্য। এই করলে করোনা থেকে বাঁচবেন, এটা খেলে দূরে থাকবে করোনা...এমনই হাজারো তথ্য।
এর মধ্যে অধিকাংশ তথ্য নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। বিশেষজ্ঞরা রীতিমতো লাল কালির দাগ দেগে দিচ্ছেন সেই সব তথ্যে।
নিম্নে উল্লিখিত এই ভুলের জাল কেটে বেরিয়ে আসুন।

করোনাভাইরাস মানুষের তৈরি করা অসুখ?
ভুল! চিনের গবেষণাগারে তৈরি করা হয়েছে করোনা ভাইরাস। এমন তথ্য ছড়িয়েছে ইন্টারনেটে। কিন্তু বিশেষজ্ঞরা এই তথ্যকে উড়িয়ে দিয়েছেন। এখন রীতিমতো পরীক্ষা চালানো হচ্ছে, ঠিক কী থেকে ছড়িয়ে পড়ল করোনা। তবে একাংশের মত, এর পিছনে বাদুড় থেকে থাকলেও থাকতে পারে। তবে এই তথ্যেও সিলমোহর দেননি সকলে।

আদা-জল খেলেই সুরক্ষিত?
না। এমন কোনও প্রমাণ নেই। আদা শরীরের পক্ষে ভাল। এতে ভিটামিন সি আছে। জল খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভাল। কিন্তু আদা-জন খেয়ে করোনা থেকে নিস্তার মিলবে, এমন কথার পিছনে কোনও যুক্তি নেই।

মাস্ক পরলেই সুরক্ষিত?
সম্প্রতি একটি ট্যুইট করেন ইউএস সার্জেন জেনারেল। জেরম অ্যাডামস ট্যুইট করে বলেন, অযথা মাস্ক কেনার জন্য তড়িঘড়ি না করে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। হাত বারবার ভাল করে ধুয়ে নিন। হাঁচি, কাশি, খাওয়া-দাওয়ার সময় সতর্ক হউন। মাস্ক বরং প্রয়োজন স্বাস্থ্যকর্মীদের, যাঁরা সংক্রামিত রোগীদের চিকিৎসায় যুক্ত আছেন।

উত্তাপে ভাইরাসের বিনাশ?

ড্রায়ারে হাত শুকিয়ে নিলে কিংবা ইউ ভি ল্যাম্পের নিচে হাত পাতলে করোনা ভাইরাসের জীবানু ধ্বংস হবে না। কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, উত্তাপে নাকি এই জীবানু ধ্বংস হয়ে যাবে। কিন্তু এই তথ্যে সিলমোহর দেয়নি হু।

বাচ্চাদের করোনাভাইরাস হয় না?
হতেই পারে। শিশুদের করোনা হয় না, এর কোনও প্রামাণ্য তথ্য নেই। বরং দেখা গেছে, শিশু ও বৃদ্ধরাই সহজে করোনার কবলে পড়ছেন।