নয়াদিল্লি: করোনাভাইরাস আতঙ্কের জের! পিছিয়ে গেল ভারত-ইউরোপীয় ইউনিয়ন বৈঠক।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হওয়ার কথা ছিল ওই বৈঠকের। সেখানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু, করোনা-আতঙ্কে ওই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিদেশমন্ত্রক সূত্রে।
এদিন মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ভারত-ইইউ বৈঠক সংক্রান্ত এটকু বলা যেতে পারে যে, উভয় দেশের (ভারত ও বেলজিয়াম) স্বাস্থ্য আধিকারিকরা পরামর্শ দেন, বর্তমান পরিস্থিতিতে যাত্রা করা নিরাপদ নয়। তাই স্থির হয়েছে উভয়ের সহমতে বৈঠকের নতুন তারিখ স্থির করা হবে।
রবীশ যোগ করেন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উভয় শিবিরই বিশ্ব-স্বাস্থ্যর প্রতি সমান ভাবে উদ্বিগ্ন এবং একইভাবে আশাবাদী যে এই সংক্রমণ শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসবে।
প্রসঙ্গত, ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দফতরে কর্মরত ২ জন কর্মীর দেহে কনোনা সংক্রমণের প্রমাণ মিলেছে। তাঁদের চিকিৎসা চলছে। দুজনই ইউরোপীয় ডিফেন্স এজেন্সি(ইডিএ)-তে কর্মরত ছিলেন। এই কারণে, আগামী ১৩ মার্চ পর্যন্ত ইডিএ-র সমস্ত বৈঠক বাতিল করা হয়েছে।
এখানে বলে রাখা প্রয়োজন, ব্রাসেলস হল ২৭-সদস্য রাষ্ট্র বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের রাজধানী। এই শহরে ইইউ-এর একাধিক গুরুত্বপূর্ণ দফতর রয়েছে। যেমন—ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট।
চিনে উৎস হওয়া মারণ করোনাভাইরাসের প্রকোপে এখনও পর্যন্ত বিশ্বে ৩২০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। এর মধ্যে চিনেই মৃত্যুর সংখ্যা প্রায় ৩,০২০। এছাড়া, আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ।