Sushant Singh Death Case LIVE Updates: সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করল এনসিবি

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিকের একটি চ্যাট সামনে এসেছে। সূত্রের দাবি, ওই চ্যাটে রিয়া সৌভিককে ড্রাগ এনে দেওয়ার কথা বলেছেন।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 04 Sep 2020 09:31 PM
Sushant case update: সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডাকে গ্রেফতার করল এনসিবি

গ্রেফতার রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। সৌভিককে গ্রেফতার করল এনসিবি। সুশান্ত মৃত্যু তদন্তে ড্রাগ-যোগে গ্রেফতার সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাও। ড্রাগ-যোগে এখনও পর্যন্ত গ্রেফতার ৭ জন।
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই সৌভিককে হেফাজতে নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। একইসঙ্গে এনসিবি হেফাজতে নিয়েছে সুশান্ত সিং রাজপুতের ম্যনেজার স্যামুয়েল মিরান্ডাকে। দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।
সুশান্ত মৃত্যুতে কি ড্রাগযোগ? এনসিবি হেফাজতে রিয়ার ভাই ও সুশান্তর ম্যানেজার। দু’জনকে মুখোমুখি বসানোর সম্ভাবনা। রিয়ার বাড়িতেও তল্লাশি, উদ্ধার ডায়েরি।

প্রেক্ষাপট

মুম্বই: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ম্যনেজার স্যামুয়েল মিরান্ডাকে হেফাজতে নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার আগে তাঁর বাড়িতে প্রায় দেড় ঘণ্টা তল্লাশি চালান এনসিবি-র গোয়েন্দারা। অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিকের বাড়িতেও আজ আলাদাভাবে তল্লাশি চালায় এনসিবি।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে ড্রাগ অ্যাঙ্গেল খতিয়ে দেখছে এনসিবি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রিয়ার সঙ্গে তাঁর ভাই সৌভিকের একটি চ্যাট সামনে এসেছে। সূত্রের দাবি, ওই চ্যাটে রিয়া সৌভিককে ড্রাগ এনে দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, তদন্তকারীদের দাবি, সৌভিকের একটি চ্যাটের সূত্রে তাঁর সঙ্গে কয়েকজন মাদক কারবারীর যোগাযোগের বিষয়টি সামনে এসেছে। এই প্রেক্ষিতেই আজ রিয়া ও সৌভিকের বাড়িতে তল্লাশি এনসিবি-র।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.