চেন্নাই: রাফালকে কেন্দ্র করে চলতি বিতর্কের মধ্যেই জাতীয় নিরাপত্তার ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ নরেন্দ্র মোদির। জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সেক্টর কংগ্রেসের কাছে হয় অর্থ আয়ের উত্স বা পাঞ্চিং ব্যাগ বলে মন্তব্য করেছেন তিনি। নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং করে তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রী কংগ্রেস সম্পর্কে ওই অভিযোগ করে কটাক্ষ করেন, ওদের নেতারা একদিকে সার্জিক্যাল হামলা নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করেন, আরেক দিকে ওঁরা ৪০, ৫০ এর দশকের জিপ কেলেঙ্কারি থেকে শুরু করে আশির দশকের বফর্স কেলেঙ্কারি, পরবর্তীকালে আরও নানা কেলেঙ্কারির মধ্যে অগুস্তা ওয়েস্টল্যান্ড ও সাবমেরিন কেলেঙ্কারির মাধ্যমে প্রতিরক্ষা সেক্টরকে লুঠ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাহিনীর মনোবল দুর্বল, চূর্ণ হয় হোক, ওঁদের লক্ষ্য শুধু টাকা কামানো। কিন্তু আমাদের বাহিনীর ওপর ভরসা আছে, ওদের জন্য আমরা গর্বিত।
কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী সম্প্রতি নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীকে নিশানা করে দাবি করেন, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে চালানো সেনার সার্জিক্যাল স্ট্রাইককে রাজনৈতিক সম্পদ করেছেন উনি, কিন্তু যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে অসফল। পাল্টা রাজস্থান বিধানসভা ভোটের প্রচারে কংগ্রেস সভাপতিকে ২০১৬-র সেপ্টেম্বরে সেনার ওই অভিযান সম্পর্কে সন্দেহ, সংশয় ছড়ানোয় অভিযুক্ত করেন মোদিও, বলেন, সেনাবাহিনীর ওই অপারেশনে বিরোধী দলটি খুশি হওয়ার বদলে হতাশ হয়ে পড়েছে।
জিপ কেলেঙ্কারি, বফর্স, অগুস্তা ওয়েস্টল্যান্ড ও সাবমেরিন কেলেঙ্কারি, প্রতিরক্ষা সেক্টরকে লুঠ করেছে কংগ্রেস, অভিযোগ মোদির
Web Desk, ABP Ananda
Updated at:
15 Dec 2018 07:38 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -