দেশের মানুষের আইকিউ আপনার চেয়ে বেশি, রাহুল গাঁধীকে কটাক্ষ অমিত শাহের
Web Desk, ABP Ananda | 30 Aug 2018 06:35 PM (IST)
নয়াদিল্লি: রাফালে চুক্তিতে দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য যৌথ সংসদীয় দল (জেপিসি) গঠনের দাবি করায় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর ট্যুইট, ‘দেশকে বোকা বানানোর লক্ষ্যে রাফালের দাম নিয়ে আপনার (রাহুল) মিথ্যা কথা দিল্লি, কর্ণাটক, রায়পুর, হায়দরাবাদ, জয়পুর ও সংসদে আলাদা। তবে আপনার চেয়ে দেশের মানুষের বুদ্ধি বেশি।’ রাফালে নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে আক্রমণ করে ২৪ ঘণ্টার মধ্যে জেপিসি তদন্তের দাবি জানান রাহুল। এ বিষয়ে তাঁকে পাল্টা আক্রমণ করে বিজেপি সভাপতি বলেছেন, ‘আপনার যখন জেপিসি-ঝুটি পার্টি কংগ্রেস আছে, তখন ২৪ ঘণ্টার অপেক্ষা কীসের?’ অন্যদিকে, পাঁচজন বাম বিদ্বজনকে গ্রেফতার করার সমালোচনা নিয়েও রাহুলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘কংগ্রেস নিজেদের শেষ করে দেওয়ার জন্য কাজ করে চলেছে। কংগ্রেস এখন আর মূলস্রোতের দল নেই, একটি প্রান্তিক দলে পরিণত হয়েছে। ওরা যখন গ্রেফতার করে তখন মাওবাদী, আর আমরা গ্রেফতার করলেই তাঁরা মানবাধিকার কর্মী হয়ে যান।’