২০১৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন সিধু। শুরু থেকেই তাঁর সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের মতবিরোধ শুরু হয়। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তাঁদের মতপার্থক্য চরমে পৌঁছয়। সিধুর দফতর বদল করে দেন অমরিন্দর। এরপরেই এ বছরের জুলাইয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সিধু। এরপর থেকেই তাঁকে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না।
সিধুর স্ত্রী অবশ্য তাঁর স্বামীর বিষয়ে বলেছেন, ‘তিনি ভাল কাজ করছিলেন, কিন্তু তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। তিনি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন।’