নয়াদিল্লি: কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করলেন প্রাক্তন ক্রিকেটার তথা পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী নভজ্যোত কউর সিধু। তিনি জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি এখন শুধু সমাজকর্মী। নিজে কংগ্রেস ছাড়লেও, সিধুর বিজেপি-তে যাওয়ার খবর গুজব ছাড়া আর কিছু নয় বলে দাবি করেছেন তাঁর স্ত্রী।
২০১৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন সিধু। শুরু থেকেই তাঁর সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহের মতবিরোধ শুরু হয়। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে তাঁদের মতপার্থক্য চরমে পৌঁছয়। সিধুর দফতর বদল করে দেন অমরিন্দর। এরপরেই এ বছরের জুলাইয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সিধু। এরপর থেকেই তাঁকে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না।
সিধুর স্ত্রী অবশ্য তাঁর স্বামীর বিষয়ে বলেছেন, ‘তিনি ভাল কাজ করছিলেন, কিন্তু তাঁকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। তিনি বিধায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন।’
কংগ্রেস ছাড়লেন নভজ্যোত কউর, দাবি, সিধুর বিজেপি-তে ফেরার খবর গুজব
Web Desk, ABP Ananda
Updated at:
23 Oct 2019 09:05 PM (IST)
২০১৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন সিধু।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -