নয়াদিল্লি: তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতীয় নাগরিকদের সেদেশে যাওয়ার বিষয়ে সতর্কবার্তা দিল কেন্দ্রীয় সরকার। আঙ্কারার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, ‘এই অঞ্চলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নাগরিকদের কাছ থেকে তুরস্ক ভ্রমণের বিষয়ে বহু প্রশ্নের সম্মুখীন হচ্ছে ভারত সরকার। এখনও পর্যন্ত তুরস্কে ভারতের নাগরিকদের কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়নি। তবে যাঁরা তুরস্কে যেতে চাইছেন, তাঁদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।’



উত্তর-পূর্ব সিরিয়ায় তুরস্কের সামরিক আগ্রাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। তাছাড়া কাশ্মীর প্রসঙ্গে তুরস্ক সরকারের অবস্থানেরও বিরোধিতা করেছে ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইইপ এর্দোগান কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় এবং ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করায় ক্ষুব্ধ ভারত। তুরস্ক সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই মধ্যে আঙ্কারার ভারতীয় দূতাবাস এবং ইস্তানবুলের ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে তুরস্কে যাওয়া সব নাগরিকের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে।