নয়াদিল্লি: সদ্যসমাপ্ত টোকিও অলিম্পিক্সে ট্রাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দেশের প্রথম অ্যাথলিট হিসেবে সোনার পদক জিতেছেন নীরজ চোপড়া। চলতি ই-নিলামে তাঁর সেই সোনা জয়ী জ্যাভেলিনের দর শুরু হয়েছিল ১ কোটি টাকা থেকে। পরে তা ৫ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।  ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার তার ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।  গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে এমনই কিছু উপহার সামগ্রীর ই-নিলাম শুরু হয়েছিল। এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় হবে নমামি গঙ্গে প্রকল্পের জন্য। প্রথম দিনের নিলাম থেকেই সংগৃহীত হয়েছে ১০ কোটি টাকার বেশি। এখনও ১৯ দিন ধরে চলবে এই নিলাম। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী মহিলা কুস্তিগীর লভলিনা বড়গোঁহাইয়ের গ্লাভস জোড়ার জন্য যে ১১ টি দর এসেছে, সেগুলির মধ্যে শুক্রবার সন্ধে পর্যন্ত  সর্বোচ্চ দর ছিল ১.৯২ কোটি টাকা।  ওই গ্লাভস জোড়ার বেস প্রাইস ছিল ৮০ লক্ষ। 


প্যারালিম্পক্সে সোনা জয়ী ও বিশ্ব রেকর্ডের মালিক সুমিত আন্টিলের জ্যাভেলিনও নিলামে উঠেছে। এর বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। এখনও পর্যন্ত নিলামে এর দর উঠেছে ১,০০,০৮,০০ টাকা। এরপর সর্বোচ্চ দর উঠেছে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের স্টিকের। এই স্টিকের বেস প্রাইস ছিল ৮০ লক্ষ টাকা। নিলামে সর্বোচ্চ দর উঠেছে ১,০০,০০,১০০ টাকা। তাঁর দল চতুর্থ হলেও তাঁদের লড়াই সবার প্রশংসা আদায় করে নিয়েছে। 


নিলাম সামগ্রীর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহাত্মা গাঁধীর অ্যাক্রিলিক পেন্টিংয়ের দুটি প্যানেল। দুটি প্যানেলেরই ব্যাকগ্রাউন্ড তিরঙা। এক্ষেত্রে বেস প্রাইস ছিল ২৫ লক্ষ টাকা। প্রধানমন্ত্রীকে বিভিন্ন চিত্রকরের উপহার হিসেবে প্রদানকরা অন্যান্য পেন্টিংও নিলাম সামগ্রীর তালিকায় রয়েছে। এই শিল্পকর্মগুলির বেস প্রাইস রাখা হয়েছে ৩ লক্ষ টাকা থেকে ২৫ লক্ষ টাকা। 


এছাড়াও  অতিথিদের কাছ থেকে ও গত দু বছরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে সমস্ত  বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের মডেল, পেন্টিং, স্মারক পেয়েছেন, সেগুলিও নিলামে রাখা হয়েছে।