নয়াদিল্লি: আজ, শুক্রবার নিট পরীক্ষার ফল ঘোষণা করা হল। আর তাতে বড়সড় চমক ওড়িশার শোয়েব আফতাবের। ৭২০ নম্বরের মধ্যে ৭২০-ই পেয়েছেন শোয়েব। যা নিটের ইতিহাসে প্রথম।
রৌরকেল্লার শোয়েব নিটে প্রথম স্থান অর্জন করেছেন। ১৮ বছরের পড়ুয়া ফুল মার্কস পেয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। চূড়ান্ত ফলাফল বেরনোর আগে থেকেই একশো শতাংশ নম্বর পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিলেন বলে জানিয়েছেন রাজস্থানের কোটার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করা শোয়েব। নিট পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে নিজের উত্তর মিলিয়েই তিনি ভাল ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন। যে শিক্ষা প্রতিষ্ঠানে তিনি রড়াশোনা করতেন, সেখান থেকেও রেজাল্ট বেরনোর আগেই তাঁর ছবি সম্ভাব্য প্রথম স্থানাধিকারী হিসাবে তুলে ধরা হয়। বৃহস্পতিবার লোকসভার স্পিকার তথা সাংসদ ওম প্রকাশ বিড়লার সঙ্গে দেখা করেন শোয়েব।
১৪.৩৭ লাখের বেশি পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। nta.ac.in, ntaneet.nic.in-এ পরীক্ষার ফল জানা যাবে। কয়েকদিন আগেই ট্যুইট করে নিট পরীক্ষার রেজাল্ট প্রকাশ ১৬ অক্টোবর হবে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষা রমেশ পখরিওয়াল নিশাঙ্ক।
পরীক্ষায় উত্তীর্ণদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে। সফল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য হবে এমবিবিএস ও বিডিএসের অল ইন্ডিয়া কোটায় অনলাইন কাউন্সেলিং। দায়িত্বে রয়েছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি বা এমসিসি। এইমস এমবিবিএম ও জেআইপিএমইআর এমবিবিএসের অ্যাডমিশনও হবে নিটের স্কোরের ভিত্তিতে। এমবিবিএস বা বিডিএসে সুযোগ পেতে পরীক্ষার্থীদের নিটে অন্তত ৫০ শতাংশ পেতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির পরীক্ষার্থীদের পেতে হবে ৪০ শতাংশ। যাঁদের শারীরিক অসুবিধা রয়েছে তাঁদের পেতে হবে ৪৫ শতাংশ নম্বর। এই প্রথম সরকার এমবিবিএস, বিডিএসে ভর্তির ক্ষেত্রে জঙ্গি হামলার শিকার পরিবারগুলির সদস্যদেরও কোটার ব্যবস্থা করেছে। যাঁরা সন্ত্রাসদমনে যুক্ত, জঙ্গি গোষ্ঠীর হিট লিস্টে যাঁরা রয়েছেন, অশান্ত পরিস্থিতির জেরে কাশ্মীর ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন যাঁরা, তাঁরা সবাই এই কোটার সুযোগ পাবেন।
৭২০-তে ৭২০! নিটে ইতিহাস গড়লেন ওড়িশার শোয়েব আফতাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Oct 2020 07:44 PM (IST)
আজ, শুক্রবার নিট পরীক্ষার ফল ঘোষণা করা হল। আর তাতে বড়সড় চমক ওড়িশার শোয়েব আফতাবের।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -