ঔরঙ্গাবাদ: মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালায় নতুন প্রজাতির একটি সাপ আবিষ্কৃত হয়েছে। তার নাম রাখা হয়েছে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের ছোট ছেলে তেজস ঠাকরের নামে।

পুনের ফাউন্ডেশন ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন ভরদ গিরি জানিয়েছেন, এ ধরনের সাপ মূলত পড়ে ক্যাট স্নেক বিভাগে, এরা বইগা সাপ। বম্বে ন্যাচারাল হিস্টরি সোসাইটি বা বিএনএইচএস-এর সদ্য প্রকাশিত জার্নালে এদের নিয়ে একটি গবেষণা পত্র বার হয়েছে। তিনি বলেছেন, এ ধরনের সাপ সারা ভারতে পাওয়া যায় তবে এদের একটি প্রজাতির দেখা মেলে শুধু পশ্চিমঘাটে।

এদের নিয়ে গবেষণা করেন তেজস ঠাকরে, তিনিই ২০১৫ সালে এদের খুঁজে পান। এদের চরিত্র নিয়েও পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ চালান। তাঁর গবেষণালব্ধ বিষয়গুলি তিনি ফাউন্ডেশন ফর বায়োডাইভার্সিটি কনজারভেশনের সামনে রেখেছেন, আরও গবেষণায় সাহায্য করেছেন। তাই এই সাপের নাম রাখা হয়েছে ঠাকরেস ক্যাট স্নেক। বৈজ্ঞানিক নাম বইগা ঠাকরেয়ি। গিরি বলেছেন, এই সাপগুলি পশ্চিমঘাটে এতদিন আশ্চর্যজনকভাবে লুকিয়ে ছিল। এরা গাছে থাকে, সাধারণত জঙ্গলের ঝর্ণা বা জলের ধারার পাশে দেখা যায়, খায় গাছে থাকা ব্যাঙের ডিম। এর আগে পশ্চিমঘাটের ক্যাট স্নেকদের এমন আচরণ করতে দেখা যায়নি।

তেজসের দাদা ও শিব সেনার যুব শাখার প্রধান আদিত্য ঠাকরে এই সাপের ছবি টুইটারে পোস্ট করেছেন। লিখেছেন, ১২৫ বছরে এই প্রথম পশ্চিমঘাটে বইগা সাপ দেখা গেল।