নিউ ইয়র্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ফের একবার স্বীকার করে নিলেন বালাকোটে ভারতীয় বায়ুসেনার বিমান হানার কথা। আমেরিকার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির অনুষ্ঠানে তিনি বলেন, তিনি জানতেন ভারত এই হামলা করবে। তাঁদের রাডারে নাকি ধরাও পড়েছিল। তাঁরাও ভারতে বোমা মারতে পারতেন কিন্তু তাহলে ঝামেলা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল।


ইমরান আরও বলেছেন, ঘটনার দিন ভোর তিনটে নাগাদ সেনা প্রধান ও বায়ু সেনা প্রধান তাঁকে ফোন করে বালাকোটে ভারতীয় বিমান হানার কথা জানান। তখন অন্ধকার থাকায় তিনি বলেন, সকালে দেখতে হবে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। তারপর নাকি দেখেন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরাও ভারতে কয়েকটি জায়গায় বোমা মারবেন বলে ঠিক করেন। কিন্তু তাঁরা বোমা মারলে ভারতও পাল্টা বোমা মারবে, এভাবে সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। যে ধরনের অস্ত্রশস্ত্র তাঁদের আছে তাতে বিবাদ নিয়ন্ত্রণের বাইরে যাওয়া উচিত না।

কাশ্মীর থেকে কড়াকড়ি উঠে গেলে সেখানে খুনখারাপি হবে বলেও মন্তব্য করেছেন ইমরান। তাঁর কথায়, ভারতে ১৮ কোটি মুসলমান। তাঁর ভয়, পরিস্থিতি খারাপ হলে প্রভাব পড়বে তাঁদের ওপরেও। পাকিস্তানেও অনেকে কট্টরপন্থী, তাঁর চিন্তা, ভারতের পরিস্থিতি বিগড়ে গেলে সেই প্রভাব তাঁদের দেশেও পড়বে। তাঁর আরও দাবি, তাঁর থেকে বেশি ভারতকে আর কেউ জানে না। আগে তিনি যখন ভারত যেতেন, লোকজন বলত, ভারত বড় দেশ, সেখানে সকলের জায়গা রয়েছে। এখন নাকি ভারত থেকে ওই বন্ধুরাই ফোন করে বলেন, না ভাই, জিন্নাই ঠিক ছিলেন।

এ বছর ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় আত্মগাতী হামলার ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের বালাকোটে ঢুকে বিমানহানা চালায় ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেয় জৈশ ই মহম্মদ জঙ্গি ঘাঁটি।