নয়াদিল্লি: দীপাবলীতে দেশে জঙ্গি হামলার সতর্কবার্তা জারি করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তাদের কাছে খবর, নেপাল সীমান্ত পার হয়ে ৫ জঙ্গি ভারতে ঢুকেছে। নিজেদের মধ্যে আলোচনায় তারা বলেছে, এবারের দীপাবলীতে দারুণ ‘ধামাকা’ হবে, গোটা ভারত দেখবে আর মনে রাখবে।

জঙ্গিরা আরও বলেছে, তারা এখন নেপাল যাচ্ছে, ১৭ তারিখ অর্থাৎ আজ তাদের দিল্লিতে একত্র হওয়ার কথা। এর মধ্যে কাশ্মীর থেকেও কয়েকজন দিল্লি পৌঁছে যাবে বলে তারা মন্তব্য করেছে। একটি সাদা গাড়িতে তারা ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর।

এই সতর্কবার্তা পাওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি।