নয়াদিল্লি: নিকিতা তোমর হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করল ফরিদাবাদ পুলিশ। আর্জু নামের ওই ব্যক্তি প্রধান অভিযুক্ত তৌসিফ আহমেদকে পিস্তল এনে দিয়েছিল বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পর অবশেষে হরিয়ানার নুহ থেকে আর্জুকে গ্রেফতার করা হয়েছে বল খবর পুলিশ সূত্রে।


ফরিদাবাদের বল্লভগড়ের ১৯ বছরের ছাত্রী নিকিতা তোমরকে গুলি করে খুনের ঘটনায় এর আগে ২জনকে গ্রেফতার করছে পুলিশ। আগরওয়াল কলেজের বি-কম এর ছাত্রী ছিল সে। তাঁকে তার কলেজের সামনেই গুলি করে হত্যা করা হয়।

হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে দিনে দুপুরে কলেজের সামনে এক ছাত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে! ভাইরাল হয় খুনের এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিও। এই ঘটনায় লাভ জিহাদের অভিযোগ তুলেছে পরিবার। মৃত তরুণীর নাম নিকিতা তোমর। কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি। মৃতার পরিবারের দাবি, ‘লভ জিহাদ’-এর বলি হয়েছেন নিকিতা। তাঁদের বক্তব্য, জোর করে নিকিতাকে ধর্মান্তরিত করতে চেয়েছিল তৌসিফ। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই নিকিতাকে খুন হতে হল।

এই ঘটনায় সরব হয়েছেন কঙ্গনা রানওয়াত। ট্যুইটে ঘটনার তীব্র নিন্দা করে তিনি তৌসিফের এনকাউন্টার দাবি করেন।