কলকাতা: দলীয় নেতাকে খুনের অভিযোগে ১২ ঘণ্টার বাগনান বন্‍‍ধের ডাক বিজেপির। বন্‍‍ধের সমর্থনে এদিন বিজেপি মিছিল শুরু করতেই আটকায় পুলিশ। চালানো হয় লাঠি। কয়েকজন আটক করা হয়। উল্টোদিকে বন্‍‍ধের প্রতিবাদে এলাকায় মিছিল বার করে তৃণমূলও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ সকাল থেকে বাগনানে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ। তৈরি রাখা হয়েছিল র‍্যাফ, জলকামান। গুলিবিদ্ধ বিজেপি নেতা কিঙ্কর মাজির মৃত্যু ঘিরে গতকাল অগ্নিগর্ভ হয়ে ওঠে বাগনান। দফায় দফায় হয় অবরোধ। মূল অভিযুক্তর বাড়ি ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকে তার বাড়ির সামনে পুলিশি প্রহরা বসেছে।


মৃত বিজেপি নেতার বাড়িতে যেতে সৌমিত্র খাঁকে বাধা দেয় পুলিশ। বাগনান থানায় যুব মোর্চার সভাপতি পৌঁছন। গেট ভেঙে ঢোকার চেষ্টা করে বিজেপি কর্মীরা। থানার সামনে আগুন জ্বালিয়ে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি সমর্থকরা। উপক্রম হয় থানার গেট ভেঙে ফেলার।

অন্যদিকে, বাগনানের নিহত বিজেপি নেতা কিঙ্কর মাজির দেহের ময়নাতদন্ত আজ হবে এনআরএসে। কোভিড প্রোটোকল মেনে হবে ময়নাতদন্ত। হাসপাতাল চত্বরে রয়েছে কড়া পুলিশি প্রহরা। হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত নেতার দেহ পরিবার নয়, দেওয়া হবে কলকাতা পুরসভাকে। স্বাস্থ্য দফতরের গাইডলাইন মেনে হবে সৎকার। সৎকার পর্বে পরিবারের লোকজন যেতে পারবেন।
বিজেপি সূত্রে খবর, সৎকারে দলের কয়েকজন যাতে থাকতে পারেন তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু হাসপাতালের থেকে কোনও উত্তর মেলেনি।