সোনভদ্র (উত্তরপ্রদেশ): জমি বিবাদকে ঘিরে রণক্ষত্র উত্তরপ্রদেশের সোনভদ্র। দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত তিন মহিলা সহ ৯। আহত ১৯।
ঘটনাস্থল সোনভদ্র জেলার ঘোরাওয়াল অঞ্চলের সপাহি গ্রাম। দীর্ঘদিন ধরেই সেখানে জমি ঘিরে একটি বিবাদ চলছিল। খবরে প্রকাশ, দুবছর আগে, ওই গ্রামে ৯০ বিঘা জমি কিনেছিলেন গ্রাম প্রধান যজ্ঞ দত্ত।
বুধবার সেই জমির দখল নিতে গেলে স্থানীয় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তোলেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। অভিযোগ, এরপরই অপর পক্ষের দিকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে গ্রামপ্রধান ও তার দলবল।
জেলাশাসক অঙ্কিত কুমার অগ্রবাল জানান, ৯ জন মারা গিয়েছেন। ১৯ জন আহত। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে।
এই ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে যোগী আদিত্যনাথের সরকার। ডিজিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিহতদের পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জানিয়েছেন আদিত্যনাথ। পাশাপাশি, আহতদের চিকিৎসার জন্য সবরকম সহায়তা করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন তিনি।
এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শুরু করেছে বিরোধীরা। ইতিমধ্যেই আদিত্যনাথ প্রশাসনকে তুলোধনা করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরা।
সোনভদ্রে জমি নিয়ে বিবাদে গুলিতে প্রাণ গেল তিন মহিলা সহ ৯ জনের, আহত ১৯
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jul 2019 06:31 PM (IST)
দীর্ঘদিন ধরেই সেখানে জমি ঘিরে একটি বিবাদ চলছিল। খবরে প্রকাশ, দুবছর আগে, ওই গ্রামে ৯০ বিঘা জমি কিনেছিলেন গ্রাম প্রধান যজ্ঞ দত্ত।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -