কোয়েম্বাতুর: তামিলনাড়ুর তিরুপুর জেলায় আত্মহত্যা করলেন ৭০ বছরের এই বৃদ্ধ এবং তাঁর ছেলে ও মেয়ে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। পরিকল্পনা করেই সপরিবারে আত্মহত্যা? ঘটনাক্রম থেকে এমনই ইঙ্গিত মিলছে। কারণ,  সোমবার আত্মহত্যার ওই বৃদ্ধর ৩৭ বছরের ছেলে ইদুভাইতে ছোট বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখানে ছোট বোনের হাতে নগদ ৩৩ হাজার টাকা ও বাড়ির কাগজপত্র দিয়ে এসেছিলেন তিনি। বলেছিলেন, জরুরি সময়ে এই টাকা কাজে লাগতে পারে। ওই ব্যক্তির ছোট বোন তখন বুঝতে পারেননি, তাঁদের শেষকৃত্যের জন্য এটা টাকা তাঁকে দিয়ে গিয়েছেন দাদা গোপালকৃষ্ণন।


ছোট বোনের হাতে টাকা ও সম্পত্তির কাগজ দিয়ে মঙ্গলমে বাড়িতে ফিরে গোপালকৃষ্ণন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর তাঁর বাবা দুরাইরাজ ও দিদি সেলভি বিষপান করেন।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরাই তাঁদের একটি সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান দুরাইরাজ। সেলভি মঙ্গলবার হাসপাতালে মারা যান।

পুলিশের অনুমান, ওই তিনজন আগেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেজন্যই গোপালকৃষ্ণন ছোট বোবকে টাকা দিয়ে এসেছিলেন।