মহারাষ্ট্রে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ১০৫টি এবং শিবসেনা ৫৬টি আসন পেয়েছে। ফল প্রকাশের পর থেকেই সরকার গঠন এবং মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিজেপি-র উপর চাপ বাড়াচ্ছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দাবি, ৫০-৫০ ফর্মুলা মেনে সরকার গঠন করতে হবে। শিবসেনার পক্ষ থেকে আদিত্য ঠাকরেকে আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী করার দাবিও তোলা হয়েছে শিবসেনার পক্ষ থেকে। যদিও বিজেপি এই দাবি মানতে নারাজ।
এই পরিস্থিতিতে আজ ফের বিজেপি-কে আক্রমণ করে রাউত বলেছেন, ‘উদ্ধব ঠাকরেজি বলেছেন, আমাদের কাছে অন্য পথও খোলা আছে। তবে আমরা সেই পাপ করতে রাজি নই। শিবসেনা সবসময় সত্যের রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য লালায়িত নই। আমরা গণতন্ত্রকে হত্যা বা সবাইকে নীতিশিক্ষা দিতে পারি না। শিবসেনা সবসময় নিজেকে এই ধরনের রাজনীতি থেকে দূরে রেখেছে।’
রাউত আরও বলেছেন, ‘মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা ঠিক করবেন উদ্ধব ঠাকরেজি। তবে মহারাষ্ট্রের মানুষের মতোই আমরাও চাই আদিত্য ঠাকরে মুখ্যমন্ত্রী হোন।’