নয়াদিল্লি: আসন্ন উতসবের মরসুমে মানুষ কি কোভিড-১৯ সংক্রমণের ভয়ে ঘরেই বসে থাকবেন না দলবেঁধে মন্ডপমুখো হবেন, এহেন জল্পনার মধ্যেই আমজনতাকে নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে একজোট হয়ে লড়তে, কঠোর ভাবে গাইডলাইন মেনে চলার আবেদন করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
পুজোর মরসুমে লোকজন সুরক্ষাবিধির তোয়াক্কা না করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করলে মানুষের ঢল নামবে, যার ফলে সংক্রমণে লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ডাক্তার, বিশেষজ্ঞদের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি এত কিছু বলছি দেশের স্বাস্থ্যমন্ত্রী পদে আছি বলেই, মানুষের জীবনরক্ষা করা আমার কর্তব্য। উতসবের কালে আমরা কোভিড-১৯ গাইডলাইন পালনে গাফিলতি করলে করোনা ফের মারাত্মক চেহারা ধারণ করে আমাদের গভীর সমস্যায় ফেলবে। এটাই সত্যি। কোনও ধর্মীয় নেতাই বলবেন না, উত্সব পালন করতে গিয়ে লোকের জীবন বিপন্ন হোক। কোনও ঈশ্বরই বলেননি, পুজো করতে শুধু পুজো মন্ডপেই যেতে হয়। শুদ্ধ,পবিত্র মনে যে কোনও জায়গাতেই যে কেউ ভগবানকে ডাকতে পারেন। আমি চাই, লোকে উত্সব পালন করুন পরিবারের সঙ্গে। আগেও এমনটা হোত, লোকে ছোট ছোট দলে ভাগ হয়ে উত্সবে আনন্দ করত। পুজোয় প্যান্ডেল, মেলায় যাওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর যদি একান্তই পুজো প্যান্ডেলে যেতেই হয়, তবে ২ গজের দূরত্ব মেনে, সামাজিক দূরত্ববিধি মেনে, সবসময় মুখে মাস্ক পরুন, অন্যদেরও তাই করতে বলুন।
ঈশ্বর বলেননি, পুজো-প্রার্থনা করতে প্যান্ডেলে যেতেই হবে, উত্সবের মরসুমের প্রাক্কালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 11:56 PM (IST)
পুজোর মরসুমে লোকজন সুরক্ষাবিধির তোয়াক্কা না করে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় করলে মানুষের ঢল নামবে, যার ফলে সংক্রমণে লাফিয়ে লাফিয়ে বাড়বে বলে ডাক্তার, বিশেষজ্ঞদের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি এত কিছু বলছি দেশের স্বাস্থ্যমন্ত্রী পদে আছি বলেই, মানুষের জীবনরক্ষা করা আমার কর্তব্য।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -