নয়াদিল্লি: আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। বিশ্বব্যাপি এই দিনটিকে ডে অফ গার্লস বা ইন্টারন্যাশানাল ডে অফ গার্লস বলেও ডাকা হয়। গোটা পৃথিবী জুড়ে প্রায় প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় মেয়েরা। যৌন হেনস্থা থেকে শুরু করে শিক্ষা, সমাজ, মেয়েদের লড়াই চলে সর্বদা, সর্বত্র। তাই অক্টোবর মাসের এই দিনটিকে (১১ অক্টোবর) ধার্য করা হয়েছে কেবলমাত্র মেয়েদের জন্য।

সারা বছরের সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই দিনটি ধার্য করা। শেষ ২ দশক ধরে মেয়েদের সুন্দর শৈশব, বেড়ে ওঠা ও সুস্বাস্থ্যের লক্ষ্যে বিভিন্ন কাজ করা হচ্ছে। গোটা বিশ্বে প্রতি বছর প্রায় ২ মিলিয়ন মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। গোটা বিশ্বে ৫টি মেয়ের মধ্যে একটি মেয়ে যৌন নিগ্রহের শিকার হয় প্রতি বছর। হু-এর সমীক্ষা অনুসারে পূর্ব ও দক্ষিণ আফ্রিকায় এইসড রোগাক্রান্তদের মধ্যে ৮০ শতাংশই অপ্রাপ্তবয়স্ক নারী।

২০২০ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস থিম- 

প্রত্যেক বছর শিশুকন্যা দিবসের একটি করে বিশেষ থিম থাকে। ২০২০ সালে এই বিশেষ দিনটির থিম- মাই ভয়েজ, আওয়ার ইক্যুয়াল ফিউচার। অর্থাৎ, আমার দাবি, আমাদের সবার সমান ভবিষ্যৎ। এবারের আন্তর্জাতিক শিশুকন্যা দিবসের লক্ষ্য -

লিঙ্গ নির্বিশেষে নিগ্রহ ও অত্যাচার বন্ধ করা। যে কোনওরকম ক্ষতিকর অভ্যাস বন্ধ করা।

ভবিষ্যতের জন্য নতুন কাজ শেখা।

বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য শিক্ষা নেওয়া।

আন্তর্জাতিক শিশুকন্যা দিবস থিমের ইতিহাস

১৯৯৫ সালে বেজিং-এ প্রথম মেয়েদের সম্মানের জন্য এই অনুষ্ঠান শুরু হয়। পরবর্তিকালে তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে।