নয়াদিল্লি: ফের বিতর্কিত মন্তব্য করে ঢোঁক গিললেন শশী তারুর। অভিযোগ, সম্প্রতি এক আলোচনাসভায় এই কংগ্রেসি এমপি বলেছেন, হিন্দুদের একটা বিরাট অংশের বিশ্বাস যে, অযোধ্যা ভগবান রামের জন্মস্থল, কিন্তু কোনও প্রকৃত হিন্দুই চাইবেন না, অন্য কারও উপাস্থনাস্থল, প্রার্থনাস্থান ভেঙে সেখানে রামমন্দির হোক। বিজেপি তীব্র প্রতিবাদ করে তাঁর মন্তব্যের। বিতর্ক মাথাচাড়া দেয়। শেষে ট্যুইট করে তাঁর মন্তব্য বিকৃতির অভিযোগ তুলে তারুরের দাবি, রাজনৈতিক প্রভুদের স্বার্থরক্ষায় কুত্সা ছড়াতে মিডিয়ার একাংশে আমার মন্তব্য যেভাবে বিকৃত করা হয়েছে, তার নিন্দা করছি। আমি বলেছিলাম, অধিকাংশ হিন্দুই মন্দির চান সেই জায়গায় যা রামের জন্মস্থান বলে তাঁদের বিশ্বাস। কিন্তু সাচ্চা হিন্দুই অন্য কারও ধর্মস্থান ধ্বংস করে সেখানে মন্দির চাইবেন না। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ বলেছেন, এটা একেবারেই তাঁর নিজস্ব মত, দলের হয়ে তিনি কথাটা বলেননি। সম্প্রতি এক সাহিত্য সম্মেলনে আমার ব্যক্তিগত মত জানতে চাওয়া হয়েছিল, সেটাই জানিয়েছি। আমি আমার দলের মুখপাত্র নই, @ জাতীয় কংগ্রেসের হয়ে কথা বলার দাবিও করিনি।




তারুরের আগের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, এমন কথা এপর্যন্ত কারও মুখে শুনিনি। যে অস্থায়ী মন্দিরে প্রতিদিন পুজো হচ্ছে, উনি কি তা সরাতে বলছেন? কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরও তারুরের তীব্র সমালোচনা করে বলেছেন, উনি যে বাস্তব থেকে কতটা বিচ্ছিন্ন, তাঁর মন্তব্যেই পরিষ্কার। তাঁকে উদ্ধৃত করে এএনআই বলেছে, হিন্দুরা অযোধ্যায় রামমন্দির চান না, শশী তারুর এটা মনে করেন জেনে আমরা রুষ্ট। এটা তারুর বা রাহুল গাঁধীর নিজস্ব মত হতে পারে। ওঁরা যে বাস্তবের সঙ্গে কতটা সম্পর্কহীন, শুধু ভোট এলেই হিন্দু হয়ে যান, সেটাই দেখা যাচ্ছে।
পাশাপাশি বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাও ১৯৯২ –এ অযোধ্যায় বিতর্কিত কাঠামো ধ্বংসকে ইঙ্গিত করে তারুরির মন্তব্যের জবাবে বলেছেন, কংগ্রেস অযোধ্যায় মন্দির তৈরির বিরুদ্ধে হাওয়া তোলার জন্য দলের নেতাদের মাঠে নামিয়েছে। বিজেপি রামমন্দির ইস্যুতে শীঘ্রই সু্প্রিম কোর্টের রায় বেরনোর পক্ষপাতী, কিন্তু কংগ্রেস দেরি করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কংগ্রেস নেতারা আগে এজন্য আদালতে আর্জি পেশ করেছেন। আর সর্বশেষ তারুর মন্দির তৈরির সঙ্গে ‘বিতর্কিত কাঠামো ধ্বংস হওয়ার’ যোগসূত্র টেনেছেন। বিজেপি রামমন্দির চায়, আদালতের রায়ের অপেক্ষা করবে। কিন্তু কংগ্রেস চক্রান্ত করছে যাতে আদালতের কোনও রায় না বেরয়। কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করছে, অভিযোগ তুলে তিনি বলেন, অতীতে রাহুল গাঁধী বলেছিলেন, তাঁর দল মুসলিমদের পার্টি। ওনার শিবভক্তি লোকদেখানো, উনি হিন্দু কিনা, সেটা বলুন।