কাশ্মীর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজিপি) বিজয় কুমারের সরকারি ট্যুইটার হ্যান্ডল থেকে করা ট্যুইট রিট্যুইট করে জম্মু ও কাশ্মীর পুলিশ বলেছে, আজকের সফল অপারেশনের পর ১৯৮৯-এর পর এই প্রথম ত্রাল এলাকায় কোনও উপস্থিতিই নেই হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদীদের। শুক্রবারই সেনাবাহিনী পুলওয়ামায় আগেরদিন সারারাতের এনকাউন্টারে তিন জঙ্গির নিহত হওয়ার কথা জানায়। সেনা মুখপাত্র বলেন, চেওয়ার (পুলওয়ামা) অভিযানে তিন সন্ত্রাসবাদী খতম হয়েছে।
চেওয়ার উলার এলাকা কর্ডন করে ঘিরে নিরাপত্তাবাহিনী তল্লাশি শুরু করে। পাল্টা গুলি চালায় সন্ত্রাসবাদীরা। দুপক্ষের গুলির লড়াই তীব্র এনকাউন্টারে পরিণত হয়। গত কয়েক সপ্তাহে পুলওয়ামায় বেশ কয়েক দফায় এনকাউন্টারে নিহত হয়েছে একাধিক লস্কর-ই-তৈবা ও হিজবুল সন্ত্রাসবাদী। তার মধ্য়েই এই দাবি পুলিশের। উপত্যকায় বড় ধরনের নাশকতার প্ল্যান বানচাল করে গত ২৮ মে পুলওয়ামায় একটি বিস্ফোরক-ঠাসা গাড়ি বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয় নিরাপত্তাবাহিনী। গোটা প্ল্যানের মাথা হিসাবে মহম্মদ ইসমাইল আলভি নামে এক পাকিস্তানি সন্ত্রাসবাদীকে চিহ্নিত করেছে নিরাপত্তাবাহিনী।