নয়াদিল্লি: রাজ্যসভা নির্বাচনে নোটা বা নান অব দি অ্যাবাভ অর্থাত্ ওপরের কাউকেই যোগ্য বলে মনে করছি না, এই অপশন রাখা যায় না বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন রাজ্যসভা নির্বাচনে ব্যালটপত্রে নোটা অপশন রাখায় সায় দিয়ে যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেটি খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। কমিশনের ওই বিজ্ঞপ্তি সম্পর্কে প্রশ্ন তুলে শীর্ষ আদালত বলেছে, সরাসরি নির্বাচনের ক্ষেত্রে ভোটাররা নোটা অপশনটি প্রয়োগ করতে পারেন।
গুজরাতে শেষ রাজ্যসভা ভোটে কংগ্রেসের চিফ হুইপ শৈলেশ মনুভাই পারমারের আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই রায় দিল। ওই নির্বাচনে কংগ্রেস তাদের সাংসদ আহমেদ পটেলকে প্রার্থী করেছিল। পারমার রাজ্যসভা ভোটের ব্যালটে নোটা অপশনকে চ্যালেঞ্জ করেছিলেন। পারমার সওয়াল করেছিলেন, রাজ্যসভা ভোটে নোটায় অনুমোদন দেওয়া হলে ঘোড়া কেনাবেচা, দুর্নীতি প্রশ্রয় পাবে।
শীর্ষ আদালত আগে বলেছিল, কমিশন ব্যালটে নোটা অপশনে সম্মতি দিয়ে ভোট না দেওয়াকেই কার্যত স্বীকৃতি দিচ্ছে। আজ বলেছে, এতে দলত্যাগ ও দুর্নীতির ‘শয়তান’ মদত পাবে।