মুম্বই: নিজের দিন চলে ভিক্ষা করে। কিন্তু তা সত্ত্বেও অন্যদের পাশে দাঁড়ালেন ওড়িশার এক বৃদ্ধা। তিনি করোনা ভাইরাস মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫,০০০ টাকা দান করেছেন। এছাড়া স্থানীয় প্রেস ক্লাবেও তিনি ২,০০০ টাকা দান করেছেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে গরিব ও লকডাউনের ফলে সমস্যায় পড়া লোকজনকে খাবার দেওয়া হচ্ছে।


এই বৃদ্ধার নাম সরোজিনী দাস। তিনি কেন্দ্রাপাড়া জেলার রাজকনিকা ব্লকের একাতলা গ্রামে থাকেন। তিনি বিডিও ডি এস শুভদর্শী জোশীর সঙ্গে দেখা করে তাঁর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য টাকা দিয়েছেন।

এই বৃদ্ধা যে অনন্য নজির গড়েছেন, তাতে মুগ্ধ বিডিও। তিনি জানিয়েছেন, ‘ওই বৃদ্ধা জানিয়েছেন, তিনি লকডাউনে বহু মানুষকে অনাহারে থাকতে দেখে বিচলিত হয়ে পড়েছেন। যখন তিনি জানতে পারেন, রাজ্য সরকার করোনা মোকাবিলায় মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চাইছে, তখন তিনি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন।’

বিডিও আরও জানিয়েছেন, ‘এই বৃদ্ধা এক দশক আগে তাঁর স্বামীকে হারিয়েছেন। তা সত্ত্বেও তিনি দান-ধ্যান করেন। গত অক্টোবরে বৃদ্ধা ভাতা ও জমানো টাকা থেকে পুরীর জগন্নাথ মন্দিরে ৫০ হাজার টাকা দান করেছিলেন তিনি। তাঁর কিছু জমি ছিল। ৫-৬ বছর আগে সেই জমি বিক্রি করে দেন তিনি। তাঁর কোনও সন্তান না থাকায় জমি বিক্রির টাকা মন্দিরে দান করেন।’

এই বৃদ্ধার নিজের কোনও বাড়ি নেই। তিনি সারাদিন ধরে ঘুরে ঘুরে ভিক্ষা করার পর রাত কাটাতেন জাগুলিপদা গ্রাম পঞ্চায়েত দফতরে। কিন্তু সেই পঞ্চায়েত দফতর কোয়ারেন্টিন সেন্টারে পরিণত হওয়ার পর তাঁর স্থায়ী ঠিকানা নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকার তাঁর পাশে দাঁড়ানোর কথা বিবেচনা করবে বলে জানিয়েছেন বিডিও।