নয়াদিল্লি: ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বড় বোন, সাহিত্যিক গীতা মেহতা। কারণ হিসেবে তিনি বলেছেন, এই পুরস্কারের সময় ঠিক নয়। সামনেই লোকসভা ভোট, তাই এখন পুরস্কার নিলে তা নির্বাচনের সঙ্গে জুড়ে নানা প্রশ্ন উঠতে পারে।


গীতার ছোট ভাই নবীন অবশ্য রাজ্যের পদ্ম পুরস্কার বিজেতাদের টুইটারে অভিনন্দন জানিয়েছেন।




ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত বিজু পট্টনায়কের মেয়ে গীতা আমেরিকায় থাকেন। লেখিকা হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। কর্মা কোলা, রাজ, আ রিভার সূত্র, স্নেক্স অ্যান্ড ল্যাডার্স: গ্লিম্পসেস অফ মডার্ন ইন্ডিয়া-র মত বহু বই লিখেছেন তিনি। এ বছর কেন্দ্রীয় সরকার ১১২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কারে সম্মানিত করতে চলেছে। এঁদের মধ্যে ৪ জন পদ্মবিভূষণ, ১৪ জন পদ্মভূষণ ও ৯৪ জন পদ্মশ্রী পুরস্কার পাবেন।