পুরি: এক মহিলার কাটা মাথা হাতে সটান থানায় ঢুকে পড়ল এক ব্যক্তি। তা দেখেই চমকে গেলেন ওড়িশার পুরি জেলার আস্তারঙ্গা থানার আধিকারিকদের। তারপর কোনওরকম ইতস্তত না করেই ওই ব্যক্তি বলল, তার স্ত্রীকে খুন করেছে সে। পুলিশ জানিয়েছে, বছর ৪০-র ওই ব্যক্তির নাম গণেশ বেরুয়া। চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থার ওই কর্মী বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে তাঁর স্ত্রীকে গলা কেটে খুন করেছে বলে অভিযোগ। এরপর স্ত্রীর মাথা হাতে থানায় এসে আত্মসমর্পণ করে সে।
রবিবার রাতে রাইবেরুয়ান গ্রামে এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। বচসার জেরে রাগের মাথায় সে স্ত্রীকে খুন করে।
পুরির পুলিশ সুপার উমাশঙ্কর দাস বলেছেন, সম্প্রতি চেন্নাই থেকে বাড়িতে ফিরেছিল গণেশ। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে, এমনটাই সন্দেহ ছিল তার। এজন্য স্ত্রী ৩৪ বছরের অন্নপূর্ণা বেরুয়ার সঙ্গে তার প্রায়শই ঝগড়াঝাঁটি হত। রবিবার রাতেও দুজনের বচসা বাঁধে। এরপর রাগের চোটে সে স্ত্রীকে খুন করে মাথা কেটে দেয়।
যদিও নিহতের পরিবারের সদস্যদের দাবি, চেন্নাইতে থাকাকালে অন্নপূর্ণার ওপর অত্যাচার চালাত গণেশ।এজন্যই অন্নপূর্ণ ওড়িশায় ফিরে আসেন।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাস্থলে ফরেনসিক দল গিয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু খতিয়ে দেখেছে। গণেশকে হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওড়িশা: বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে খুন, কাটা মুণ্ড নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2019 02:32 PM (IST)
এক মহিলার কাটা মাথা হাতে সটান থানায় ঢুকে পড়ল এক ব্যক্তি। তা দেখেই চমকে গেলেন ওড়িশার পুরি জেলার আস্তারঙ্গা থানার আধিকারিকদের। তারপর কোনওরকম ইতস্তত না করেই ওই ব্যক্তি বলল, তার স্ত্রীকে খুন করেছ সে। পুলিশ জানিয়েছে, বছর ৪০-র ওই ব্যক্তির নাম গণেশ বেরুয়া।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -