Omicron Cases LIVE: Omicron Cases LIVE: দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ২১
Omicron Cases LIVE Updates: দেশজুড়ে ওমিক্রন আতঙ্ক বাড়ছে। আজই দিল্লিতে দেশের পঞ্চম ওমিক্রন ভ্যারিয়ন্টে আক্রান্তের হদিশ মেলে। আতঙ্ক বাড়িয়ে মহারাষ্ট্র ও জয়পুরেও এবার ওমিক্রন হানা।
দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। মহারাষ্ট্রে আক্রান্ত ৮ জন। আক্রান্তদের মধ্যে ৩ জন নাইজেরিয়া ফেরত। জয়পুরে আক্রান্ত ৯ জন। দিল্লিতেও একজনের দেহে মিলল ওমিক্রন।
ওমিক্রন আতঙ্কের জের। কর্ণাটক সরকারের নতুন নিয়ম অনুসারে বিভিন্ন মলে আসা মানুষদের প্রবেশের আগে সম্পূর্ণ টিকাগ্রহণের সার্টিফিকেট দেখাতে হচ্ছে।
গুজরাতের জামনগরে ওমিক্রন পজিটিভ রোগীর দুই ঘনিষ্ঠও কোভিড আক্রান্ত হয়েছেন। তাঁরাও একই ভ্যারিয়েন্টেই আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।
এবারে রাজস্থানের জয়পুরে ওমিক্রন হানা। দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে এমন একটি পরিবার থেকে ওমিক্রন আক্রান্ত ৯ জনের হদিশ মিলল। ভারতে ওমিক্রন আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ২১।
ওমিক্রনের আতঙ্কের মধ্যেও রাজ্যে প্রায় একই জায়গায় রইল করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত রবিবারের বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে করোনা আক্রান্ত ৬২০ জন। করোনায় একদিনে মৃত্যু হল ১০ জনের।
মহারাষ্ট্রে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত আরও সাত জনের হদিশ মিলল। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত মোট ৮ টি কেস রিপোর্ট হয়েছে।
কেরলে রবিবার করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৫০টি। এদিন ওই রাজ্যে করোনায় ১৬১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে সকল ভ্রমণকারীদের স্বাস্থ্য সংক্রান্ত বিস্তারিত তথ্য নিতে হবে। তাঁদের আসার দিন ও তার ৭ দিন পরে নমুনা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
বিদেশ থেকে ভ্রমণ করে ফিরেছেন এমন ১২৬ জন এসে পৌঁছেছেন শাহজাহানপুরে। তাঁদের মধ্যে ৮৬ জনের কন্টাক্ট ট্রেসিং অর্থাৎ তাঁদের সংস্পর্শে কারা এসেছেন খতিয়ে দেখার কাজ বাকি আছে। এছাড়া ওই ব্যক্তিদের নমুনা পরীক্ষা এবং আইসোলেশনের প্রক্রিয়াও বাকি রয়েছে।
সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রী গতকাল মাদুরাই বিমানবন্দরে করোনা পজিটিভ ধরা পড়েন। তাঁকে আসারিপল্লম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তিনি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না তা এখনও নিশ্চিত জানা যায়নি।
কর্ণাটকে করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই ঘোষণা করেছেন, যে সব এলাকায় তিন বা তার বেশি জন সংক্রমিত রয়েছেন, সেইসব জায়গাকে ক্লাস্টার ঘোষণা করা হবে। উল্লেখ্য, শনিবার কর্ণাটকে করোনায় আক্রান্ত হন ৩৯৭ জন। সুস্থ হয়ে ওঠেন ২৭৭ জন এবং মৃত্যু হয় চার জনের।
শিবমোগ্গার ডেপুটি কমিশনার কেবি শিবকুমার বলেন, 'আমরা বিভিন্ন জায়গায় নমুনা পরীক্ষা করছি। তাতে দেখা গেছে, যাঁরা বিভিন্ন জায়গায় থেকে ওই বেসরকারি স্কুলে আসে, তাঁদের মধ্যে কয়েক জন করোনায় আক্রান্ত। আমরা হোস্টেল চত্বর সিল করে দিয়েছি। ওই প্রতিষ্ঠানের ২৯ জন ছাত্র করোনায় সংক্রমিত।'
কর্ণাটকের শিবমোগ্গার একটি বেসরকারি নার্সিং স্কুলে করোনা আক্রান্তের হদিশ মিলল। একথা জানিয়েছেন শিবমোগ্গার ডেপুটি কমিশনার কেবি শিবকুমার। তিনি জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই উপসর্গহীন।
দেশজুড়ে ওমিক্রন আতঙ্ক বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণও। আজই দিল্লিতে দেশের পঞ্চম ওমিক্রন ভ্যারিয়ন্টে আক্রান্তের হদিশ মেলে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়ে কর্ণাটকের নার্সিং স্কুলে একসঙ্গে ২৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলল।
ওই হাসরপাতালে আজ আরও ৪ জনকে ভর্তি করা হয়েছে। ওমিক্রন সংক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠন করা হয়েছে হাসপাতালের তরফে।
এলএনজেপি হাসপাতালে ভর্তি হওয়া ১৭ জন করোনা আক্রান্ত রোগীর সকলেই আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এঁদের মধ্যে বেশিরভাগ রোগীই উপসর্গহীন।
তানজানিয়া থেকে আসা ওমিক্রন আক্রান্তের গলা ব্যথা, দুর্বলতা এবং শরীরে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। বিগত কয়েকদিনে কারা কারা তাঁর সংস্পর্শে এসেছেন সেই খোঁজ নেওয়া হচ্ছে। তিনি করোনার টিকার উভয় ডোজ নিয়েছিলেন যার ফলে তাঁর উপসর্গ সাংঘাতিক আকার নেয়নি। জানিয়েছেন এলএনজেপি হাসপাতালের ডাক্তার সুরেশ কুমার।
কর্ণাটকে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রমিত পাওয়ার পরে ভীত সাধারণ মানুষ। তাঁরা এখন বিপুল জনসংখ্যায় পৌঁছচ্ছেন ভ্যাকসিন কেন্দ্রে।
এবার রাজধানীতে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মিলল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওই রোগীকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানজানিয়া থেকে ফিরেছিলেন। এখন পর্যন্ত বিদেশ থেকে ফেরা ১৭ জন করোনায় আক্রান্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেক্ষাপট
এবার রাজধানীতে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে (Omicron) আক্রান্তের হদিশ মিলল। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, ওই রোগীকে এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানজানিয়া (Tanzania) থেকে ফিরেছিলেন। এখন পর্যন্ত বিদেশ থেকে ফেরা ১৭ জন করোনায় আক্রান্ত। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দিল্লির (Delhi) এই আক্রান্তকে নিয়ে ওমিক্রনে দেশে মোট পাঁচ জন আক্রান্তের হদিশ মিলল। এর আগে কর্ণাটক (Karnataka), গুজরাত (Gujarat), মহারাষ্ট্রে (Maharashtra) ওমিক্রন-আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। প্রসঙ্গত, ওমিক্রন ভ্যারিয়ন্টের আতঙ্ক ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।
গুজরাতের জামনগরে জিম্বাবোয়ে ফেরত একজনের শরীরে ওমিক্রন ভাইরাসের হদিশ মিলেছিল। খোঁজ মেলে মুম্বইয়ের আক্রান্তের। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর জানায়, ওমিক্রন আক্রান্তের বয়স ৩৩। সম্প্রতি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন। কল্যাণ-ডোম্বিভলির বাসিন্দা ওই ব্যক্তির শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -