নয়াদিল্লি:  আজ বিরাট কোহলির ৩০ বছরের জন্মদিন। বিয়ের পর এটাই কোহলির প্রথম জন্মদিন। আর প্রথম জন্মদিনকে স্পেশাল করতে স্বামীকে জড়িয়ে ধরা একটি ছবি ইন্সটাগ্রামে সোমবার সকালে শেয়ার করলেন অনুষ্কা। রাত বারোটায় বিরাটের জন্মদিন সেলিব্রেট করার পরের মুহূর্তের ছবি এটি। জানা গিয়েছে, বিয়ের পর প্রথম জন্মদিন স্ত্রীর সঙ্গে কাটাতে দেহরাদূন উড়ে গিয়েছেন বিরাট।




জন্মদিনের রাতের এই ছবি সোমবার সকালে ইন্সটাগ্রামে শেয়ার করে অনুষ্কা ক্যাপশনে লেখেন ঈশ্বরকে ধন্যবাদ কোহলির জন্মের জন্যে। ছবিতে অনুষ্কাকে কালো পোশাকে দেখা যাচ্ছে এবং বিরাটকে শাল গায়ে মাথায় তিলক পরা অবস্থায় দেখা যাচ্ছে।

এর আগে করওয়া চওথ উপলক্ষে বিরাট-অনুষ্কা ঐতিহ্যশীল পোশাক পরে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দিয়ে অনুষ্কা ক্যাপশন দিয়েছিলেন আমার চন্দ্র, আমার সূর্য, আমার সবকিছু।




আবার কোহলি ওই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছিলেন আমার জীবন, আমার পৃথিবী।