জন্মদিনের রাতের এই ছবি সোমবার সকালে ইন্সটাগ্রামে শেয়ার করে অনুষ্কা ক্যাপশনে লেখেন ঈশ্বরকে ধন্যবাদ কোহলির জন্মের জন্যে। ছবিতে অনুষ্কাকে কালো পোশাকে দেখা যাচ্ছে এবং বিরাটকে শাল গায়ে মাথায় তিলক পরা অবস্থায় দেখা যাচ্ছে।
এর আগে করওয়া চওথ উপলক্ষে বিরাট-অনুষ্কা ঐতিহ্যশীল পোশাক পরে ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দিয়ে অনুষ্কা ক্যাপশন দিয়েছিলেন আমার চন্দ্র, আমার সূর্য, আমার সবকিছু।
আবার কোহলি ওই ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছিলেন আমার জীবন, আমার পৃথিবী।