কলকাতা: ইজাজ আহমেদের পর ফের কলকাতা এসটিএফের হাতে পাকড়াও জেএমবি-র আরেক শীর্ষ নেতা আসাদুল্লা রাজা। গতকাল রাতে চেন্নাই থেকে গ্রেফতার করা হয় জেএমবি জঙ্গি আসাদুল্লা রাজা ওরফে রফিকুল ইসলাম ওরফে আসিফ আনসারিকে।
আসাদুল্লা রাজা পূর্ব বর্ধমানের ভাতারের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সালাউদ্দিন সালেহাঁর সঙ্গেই থাকত আসাদুল্লা। ইজাজ যখন ধরা পড়েছিল তখন তার সঙ্গেই ছিল আসাদুল্লা। কিন্তু সেসময় তাকে ধরা যায়নি।
গতকাল গ্রেফতারের পর, জেএমবি জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে জাল পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ নথি।ধৃতকে কলকাতায় আনার জন্য ট্রানজিট রিমান্ডের জন্য আবেদন করবে পুলিশ।
চেন্নাই থেকে কলকাতা এসটিএফের হাতে ফের পাকড়াও জেএমবি-র অন্যতম শীর্ষ নেতা
web desk, ABP Ananda
Updated at:
10 Sep 2019 12:31 PM (IST)
ইজাজ আহমেদের পর ফের কলকাতা এসটিএফের হাতে পাকড়াও জেএমবি-র আরেক শীর্ষ নেতা আসাদুল্লা রাজা। গতকাল রাতে চেন্নাই থেকে গ্রেফতার করা হয় জেএমবি জঙ্গি আসাদুল্লা রাজা ওরফে রফিকুল ইসলাম ওরফে আসিফ আনসারিকে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -