নয়াদিল্লি: বিদেশ প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগকে ঘিরে সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। ঘটনার তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী। একইসঙ্গে এই প্রসঙ্গে সরকারের মৌন থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, নিজে মহিলা হওয়া সত্ত্বেও কী করে সুষমা স্বরাজ চুপ করে রয়েছেন? এম জে আকবরই বা চুপ রয়েছেন কেন? এই ঘটনায় প্রধানমন্ত্রী জবাব দিন। যাঁরা বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে সরব, তাঁরা এই ইস্যুতে মৌনতা ভাঙুন।
সম্প্রতি, #MeToo- মাধ্যমে এম জে আকবরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন একাধিক মহিলা সাংবাদিক। এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এমনকী, সরকারি স্তরে কোনও আধিকারিকও প্রতিক্রিয়া দেননি। তবে, সরকারি সূত্রের দাবি, এই ঘটনা যখন ঘটেছে, তখন অভিযুক্ত বিদেশ প্রতিমন্ত্রী হননি। তাই, এই বিষয়ে মন্ত্রক কোনও মন্তব্য করবে না। এই ঘটনার সঙ্গে মন্ত্রী হিসেবে আকবরের কাজে কোনও প্রভাব পড়বে না। তবে, এম জে আকবর নিজে ব্যক্তিগতস্তরে কিছু বলতে চাইলে বলতে পারেন।
এদিকে, এই ঘটনায় এম জে আকবরের ওপরও যে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে তা বলা বাহুল্য। বর্তমানে এম জে আকবর নাইজিরিয়াতে রয়েছেন। সেখানে সিআইআই ও একজিম ব্যাঙ্ক আয়োজিত ভারত-পশ্চিম আফ্রিকা আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে গিয়েছেন। বুধবার তিন ফিরছেন।
এম জে আকবরের বিরুদ্ধে যৌন-হেনস্থার অভিযোগ, সুষমা কেন চুপ, প্রশ্ন তুলে চাপ বিরোধীদের
Web Desk, ABP Ananda
Updated at:
09 Oct 2018 07:16 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -