নয়াদিল্লি: ভারতের এক সাধারণ নাগরিকের মাথা কেটে নিয়েছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। এই প্রথম ভারতের কোনও সাধারণ নাগরিকের মাথা কেটে নিল ব্যাট। অতীতে ভারতের সেনা জওয়ানের মাথা কেটে নিয়েছিল পাকিস্তান। এবার এক সাধারণ নাগরিকেরও একই পরিণতি হল। এই ঘটনা নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার পুঞ্চ জেলায় সীমান্তে সেনাবাহিনীর মালপত্র বয়ে নিয়ে যাওয়া একটি দলকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাক সেনা। তখনই দুই সাধারণ ভারতীয়র মৃত্যু হয়। তাঁদের নাম মহম্মদ আসলাম (২৮) ও আলতাফ হুসেইন (২৩)। তাঁদের দু’জনেরই বাড়ি গুলপুর সেক্টরের কাসালিয়ান গ্রামে। আসলামের দেহ পাওয়া গেলেও, তাঁর মাথা উধাও। দেহের বিভিন্ন অংশেও ক্ষতচিহ্ন রয়েছে। এই হামলায় তিনজন জখমও হন।
এ বিষয়ে সেনাপ্রধান এম এম নারাভানে জানিয়েছেন, ‘সামরিক পথেই আমরা এই ঘটনার মোকাবিলা করব। ভারতীয় সেনাবাহিনী পেশাদারী পদ্ধতিতে নীতি অনুসারে কাজ করে। পেশাদার সেনাবাহিনী কখনও বর্বর আচরণ করে না।’
ভারতের এক সাধারণ নাগরিকের মাথা কেটে নিল পাকিস্তানের ব্যাট, সামরিক পথেই জবাব দেওয়া হবে, জানালেন সেনাপ্রধান
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2020 06:29 PM (IST)
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার পুঞ্চ জেলায় সীমান্তে সেনাবাহিনীর মালপত্র বয়ে নিয়ে যাওয়া একটি দলকে লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাক সেনা।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -