নয়াদিল্লি:  বিয়ের আর মাত্র কয়েকদিন বাকি। তাই কখনও অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা যাচ্ছে আইবুড়োভাত পার্টিতে উন্মত্তের মতো নাচতে, কখনও আবার তিনি করছেন ব্যাচেলরস পার্টি। সেই ব্যাচেলরস পার্টির ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন পরিণীতি। সেখানে পিগি চপসকে দেখে ফ্লার্ট করতে শুরু করেন অভিনেত্রীর হবু স্বামী নিক জোনাস। তিনি পরিণীতিকে বলেন ছবিতে তোমার সঙ্গে থাকা মহিলা খুবই সুন্দরী। আলাপও করতে চান নিক। সেই আলাপ করার সুযোগ মোটেই হাতছাড়া করেননি পরিণীতি।



হবু জামাইবাবুকে পরিণীতি বলেন, আগে নিজের জুতো দুটো ছাড়িয়ে নেওয়ার মূল্য হিসেবে পাঁচ মিলিয়ন ডলার দিন, তারপর আপনাকে ছবির মহিলার সঙ্গে আলাপ করিয়ে দেব।

নিকের সঙ্গে তাঁর সেই কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন পরিণীতি। এরপর অবশ্য হবু জামাইবাবুর উচ্ছ্বসিত প্রশংসাও করেন পরিণীতি।