PM Modi in Lok Sabha LIVE: টোল প্লাজায় ভাঙচুর চালানো কি পবিত্র আন্দোলন? তোপ মোদির

PM Modi Speech In Lok Sabha LIVE Updates: করোনাকাল আমাদের কাছে টার্নিং পয়েন্ট, বললেন প্রধানমন্ত্রী।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 10 Feb 2021 04:31 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: বিশেষভাবে মহিলা সাংসদদের ধন্যবাদ জানাই। রাষ্ট্রপতির ভাষণ দেশবাসীকে প্রেরণা দিয়েছে। সংসদের সব সদস্যের প্রতি কৃতজ্ঞ। ‘আমাদের ঐক্য বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা। নতুন সংকল্প নিয়ে দেশ গড়তে হবে। স্বামী বিবেকানন্দের কথা...More

সবাই উপকৃত হবে না, এমন আইন আনার দরকার কী? মোদিকে আক্রমণ অধীরের

'কৃষক-মৃত্যু নিয়ে আমাদের যে বক্তব্য, সে বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেননি। সেই কারণেই আমরা ওয়াকআউট করেছি। তিনি স্বীকার করেছেন, কৃষি আইনে সংশোধন দরকার। এই আইনের ফলে কয়েকটি রাজ্য লাভবান হবে এবং কয়েকটি রাজ্য লাভবান হবে না। সবাই উপকৃত হবে না, এমন আইন আনার দরকার কী?' লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।