হুঁশিয়ারির সুরে প্রধানমন্ত্রী নতুন ভারতে দুর্নীতি, স্বজনপোষণ, সন্ত্রাসবাদ ও জনসাধারণের অর্থ লুঠের ওপর ফাঁস চেপে বসছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন। পরোক্ষে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ব্যাপারে মোদী বলেন, ভারতে অস্থায়ী ব্যবস্থার কোনও সুযোগ নেই। আপনারা দেখলেন, ১২৫ কোটি লোকের দেশ, মহাত্মা গাঁধী, গৌতম বুদ্ধ, রাম, কৃষ্ণের দেশের একটা অস্থায়ী ব্যবস্থা দূর করতে ৭০ বছর লেগে গেল।
প্রধানমন্ত্রীর দাবি, আমরা তিন তালাক প্রথা বাতিল করেছি, নতুন ভারতে মুসলিম মহিলাদের প্রতি অন্যায় করা চলবে না।
২০৩০ সাল নাগাদ পূরণের জন্য জলবায়ু পরিবর্তনের যে লক্ষ্য ধরা হয়েছে, ভারত আগামী দেড় বছরের মধ্যে তার বেশিরভাগই করে ফেলবে বলেও ঘোষণা করেন তিনি। ২০২৫-এ ভারত পুরোপুরি যক্ষ্মা রোগমুক্ত হবে বলেও ঘোষণা করেন তিনি।