শ্রীনগর: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল দেখিয়ে দিল, দেশের মানুষ জেগে উঠেছেন। তাঁরা সাম্প্রদায়িক রাজনীতি প্রত্য়াখ্যান করেছেন। এমনই দাবি করলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘মানুষ মন্দির-মসজিদের রাজনীতি প্রত্য়াখ্যান করেছেন। ফল দেখিয়ে দিয়েছে, ভারতে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। সমাজে মেরুকরণের চেষ্টা, প্রতিশ্রুতি শুধু কথাতেই থেকে যাওয়া, কাজে পরিণত না হওয়া, এক সম্প্রদায়ের মানুষকে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দেওয়ার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ।’


ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লা আবার নির্বাচনের ফল নিয়ে ট্যুইট করেছেন, ‘দীর্ঘদিন পরে ভোটগণনার দিন আমি মজায় কাটাচ্ছি। কারণ, আমি পাঁচ রাজ্যের কোনওটিতেই লড়াই করছি না। মধ্যপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আমি শুনেছি বিজেপি সেখানে সরকার গড়ার আশা ছাড়ছে না।’