কলকাতা: রান্নার গ্যাসের দাম বেড়েছে গতকাল। আজ আবার বাড়ল পেট্রোলের দাম! ১০০ টাকা ছুঁতে চলল পেট্রোল।  লিটারপ্রতি ৪০ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৪ পয়সা। তবে এ যাত্রা ডিজেলের দাম বাড়েনি। লিটারপ্রতি ৯২ টাকা ৩ পয়সাই আছে ডিজেলের দাম।  এইভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় পরিবহণ খরচ বাড়ছে। তার জেরেই মাছ, মাংস, সবজির বাজার আগুন। করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা যখন বিপন্ন, তখন এই লাগাতার দামবৃদ্ধির ফলে নাগরিকদের ওপর আর্থিক বোঝা পাহাড়প্রমাণ হয়ে উঠছে।


দিল্লিতে এদিন পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারে ৯৯.১৬ টাকা। যদিও ডিজেলের দাম একই রয়েছে। রাজধানীতে ডিজেলের দাম লিটারে ৮৯.১৮ টাকা।


তথ্যের অধিকার আইন (আরটিআই)-এ প্রাপ্ত তথ্য অনুযায়ী, করোনাকালে পেট্রো পণ্যের ওপর কাস্টমস ও এক্সাইজ শুল্ক বাবদ সরকারের আয় ৫৬ শতাংশের বেশি বেড়েছে। সরকারের অপ্রত্যক্ষ কর বাবদ ২.৮৮ লক্ষ কোটি টাকা আয় হয়েছে। ২০২০-২১ পেট্রোপণ্যের আমদানিতে ৩৭ হাজার ৮০৬ কোটি টাকা কাস্টমস শুল্ক আদায় করা হয়েছে। সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে ৪.১৩ লক্ষ টাকা আয় হয়েছে। অন্যদিকে, পেট্রো পণ্যের আমদানির ক্ষেত্রে সীমা শুল্ক হিসেবে ৪৬ হাজার কোটি টাকায় আয় হয়েছে। 


পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ছয়টায় সংশোধন করা হয়। সকাল ছয়টা থেকে নতুন দাম কার্যকর হয়। পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটির মতো কিছু ট্যাক্স ও ডিলারের কমিশন যুক্ত হয়। এসব যুক্ত করার পর দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এসএমএসের মাধ্যমেও পেট্রোল ও ডিজেলের মূল্য জানা যায়। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আরএসপি ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস পাঠাতে হয়। মনে রাখতে হবে যে, প্রত্যেক শহরের কোড ভিন্ন। সেই কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়।