কলকাতা: কলকাতায় সেঞ্চুরি পার করেও অব্যাহত পেট্রোলের দামবৃদ্ধি। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০০ টাকা ৬২ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৬৫ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।


দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৯ পয়সা বেড়েছে। দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১০০.৫৬ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৬২ টাকা। দেশের প্রায় সমস্ত শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে।


মুম্বইতে অনেক আগেই ১০০ ছাড়িয়েছে পেট্রোলের দাম। চেন্নাইতেও পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। মুম্বইতে এখন পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৬.৫৯ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৭.১৮ টাকা।


চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে প্রতি লিটারে হয়েছে ১০১.৩৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.১৫ টাকা।


মধ্যপ্রদেশের ভোপালে পেট্রোলের দাম লিটারে ১০৮ টাকা ৮৮ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৮.৪০ টাকা। পটনায় পেট্রোলের দাম লিটারে ১০২ টাকা ৭৯ পয়সা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৫.১৪ টাকা। চণ্ডীগড়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৭০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.২৫ টাকা। লখনউতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৬৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯০.০১ টাকা। রাঁচিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫.৭০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯৪.৫৮ টাকা।


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৭৫ ডলার। ২০১৮-র অক্টোবরে এর দাম প্রতি ব্যারেলে ৮০ ডলারের বেশি ছিল।


করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা। করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব বিরোধীরা।